ভালুকায় স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থদের মাঝে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বিশুদ্ধ সমাজ পরিচ্ছন্ন দেশ গড়ার লক্ষে ‘বিশুদ্ধ পৃথিবী’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপজেলার রাংচাপড়া প্রাথমিক বিদ্যালয়ে ওই ক্যাম্পেইনের আয়োজন করেন।
এ সময় শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে আসা, ঝরেপড়া সহপাঠিদের স্কুলে ফিরিয়ে আনা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, মানবতার কাজে নিজেকে নিয়োজিত রাখা ও মাদক থেকে দূরে থাকার আহবান জানানো হয়।
ঘণ্টাব্যাপি ওই সচেতনতামূলক ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন রাংচাপড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুফিয়া বেগম, ‘বিশুদ্ধ পৃথিবী’ সংগঠনের সদস্য ঐশী নন্দী, সিফাত হাসান পুন্য, শরিফুল ইসলাম, মুজাহিদুল ইসলাম নাহিদ, তাহসিন ইন্তেলা, মুনতাসির তরফদার রাফি প্রমুখ।
এসময় ‘বিশুদ্ধ পৃথিবী’ সংগঠনের সদস্যরা জানান, তাদের এ সচেতনতামূলক ক্যাম্পেইন পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন স্কুলে অনুষ্ঠিত হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন