মেহেরপুরের গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামে মোটরসাইকেলের ধাক্কায় আব্দুর রহিম (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রহিম ছাতিয়ান গ্রামের খবির উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জনান, আব্দুর রহিম মসজিদ থেকে বাড়ি ফিরার পথে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে সজরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এসময় আব্দুর রহিম রাস্তায় ছিটকে পরে ও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গাংনী থানা ওসি তদন্ত মনোজিৎ কুমার নন্দী জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/এএম