শুক্রবার সকালে জেলা বিএনপির কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। পরে সেখানে আলোচনা সভা ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাসুদ অরুন, সহ-সভাপতি আব্দুর রহমান বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসসহ প্রমুখ। আলোচনা শেষে সেখানে দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান বিশ্বাস।
বিডি প্রতিদিন/এএ