শরীয়তপুর এর নড়িয়া পৌরসভার গোডাউন ঘাট এলাকার বসত ঘরের ভিতর থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আবুল মৃধা (৫৬) মুন্সিগঞ্জ জেলার টুংগীপাড়া থানার বাইন খাড়া গ্রামের মৃত আক্রাম আলি মৃধার ছেলে। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নড়িয়া থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, ২০ বছর যাবত তৃতীয় লিঙ্গের সাথে বসবাস করে আসছিলেন আবুল মৃধা। হিজরাদের বহরে ঢুলি হিসেবে কাজ করতেন আবুল। নড়িয়া পৌরসভার গোডাউন ঘাট এলাকা একটি বাড়িতে হিজরাদের সাথেই থাকতেন তিনি। গতকাল সোমবার রাতে একা ঘরে শুয়ে ছিল আবুল। কে বা কারা তার ঘরে ঢুকে ধরালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করে ফেলে রেখে যায়। মঙ্গলবার সকালে পুলিশ ঘটনা স্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। হত্যার ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা করছে পুলিশ।
বিডি প্রতিদিন/এএ