ফেনী শহরের একটি ভাড়া বাসা থেকে মো. মোজাম্মেল হক (৪৪) নামে এক ব্যবসায়ীর আধাপঁচা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শহরের দাউদপুর চৌধুরী বাড়ি এলাকায় একটি তিন তলা ভবনের নীচ তলায় তিনি একা ভাড়া থাকতেন। দাউদপুর এলাকায় একটি মুদি দোকান রয়েছে তার। মোজাম্মেল হক সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের হাজীপুর গ্রামের মো. জিয়াউল হকের ছেলে।
শুক্রবার রাত ১০ টার দিকে ফেনী মডেল থানা পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে প্রেরন করেন।
ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী জানান, শহরের দাউদপুর এলাকার একটি ফ্ল্যাট বাড়ির নীচ তলা থেকে একজন মুদি দোকানির আধা পঁচা লাশ উদ্ধার ও ময়না তদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তে তার লাশ পরিবারের নিকট দেওয়ার জন্য আবেদনের প্রেক্ষিতে শনিবার সকালে লাশ বিনা ময়নাতদন্তের পরিবারকে হস্থান্তর করা হয়েছে।বিডি প্রতিদিন/এএম