আজ বুধবার চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে নৌকার প্রার্থী ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল দিনব্যাপী দাইপুখুরিয়া ইউনিয়নে গণসংযোগ ও পথসভা করেন। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলাম ও মোহা. গোলাম রাব্বানি নিজ নিজ এলাকায় গণসংযোগ করেন।
এছাড়া চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর-ভোলাহাট-নাচোল) আসনে নৌকার প্রার্থী মু. জিয়াউর রহমান গোমস্তাপুর উপজেলার বিভিন্ন স্থানে এবং স্বতন্ত্র প্রার্থী মু. গোলাম মোস্তফা বিশ্বাস দিনব্যাপী রাধানগর ইউনিয়নে গণসংযোগ করেন।
অপরদিকে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের নৌকার প্রার্থী আব্দুল ওদুদ (এমপি) সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের রামচন্দ্রপুরহাট ও চরবাগডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেন। এছাড়া বিএনএমের প্রার্থী মোহাম্মদ আব্দুল মতিন সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ঘোড়াস্ট্যান্ড, চকআলমপুর, কালিনগরসহ চরঅনুপনগর ইউনিয়নে গণসংযোগ করেন।
বিডি প্রতিদিন/নাজমুল