বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী অজয় কুমার সরকারের কর্মীকে বেধরক পেটানোর অভিযোগ উঠেছে আদমদীঘি সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমানের বিরুদ্ধে। মারপিটের শিকার শামসুল ইসলাম উপজেলা শ্রমিক লীগের সভাপতি।
বুধবার রাতে উপজেলার রহিম উদ্দীন কলেজ গেটে এ ঘটনাটি ঘটে।
আহত শামসুল ইসলাম জানান, বুধবার সন্ধ্যায় আদমদীঘি উপজেলার কুসুম্বি গ্রাম থেকে অজয় সরকারের কাঁচি মার্কার প্রচারণা শেষে তিনি এবং তার সাথে থাকা ৪-৫ জন কর্মী-সমর্থক রহিম উদ্দীন কলেজ গেট এলাকায় বসে চা খাচ্ছিলেন। এসময় ট্রাক মার্কার ভোট না করে কাঁচি মার্কার প্রচারণা চালানোয় আদমদীঘি সদর ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান তাকে ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং হুমকি দেন। এরপর রাত সাড়ে ৮টায় আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী খাঁন মোহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদীর ট্রাক মার্কার কর্মী বাহিনী নিয়ে সেখানে গিয়ে তাকে বেধরক মারপিট করেন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেন।
আদমদীঘি সদর ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান জানান, শামসুল তাকে মোবাইল ফোনে ডাকেন। তিনি শামসুলের কাছে গেলে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয়ের মধ্যে ধাক্কাধাক্কি হয়।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী জানান, দুই পক্ষের হাতাহাতির ঘটনা শুনেছি। এখন পর্যন্ত থানায় কোনো পক্ষই অভিযোগ করেননি। তবে এ ঘটনায় দুই পক্ষই জড়িত।
বিডি প্রতিদিন/এমআই