বাগেরহাটের মোরেলগঞ্জে বৃদ্ধ কৃষক শফিজ উদ্দিন চাপরাশিকে (৭৫) পিটিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।
হত্যাকাণ্ডের ৬ ঘণ্টার মধ্যে বৃহস্পতিবার বেলা ৪ টার দিকে নিহতের স্ত্রী সখিনা বেগম বাদী মামলা দায়ের করেন। পুলিশ মামলার একমাত্র আসামি গুলিশাখালী গ্রামের মোশারেফ হোসেন তালুকদারকে (৫৫) গ্রেফতার করেছে।
এর আগে বৃহস্পতিবার বেলা ১০ টার দিকে মাঠে গরু চরাতে গেলে সেখানে প্রতিবেশী কৃষক শফিজ উদ্দিন চাপরাশিকে পিটিয়ে হত্যা করেন মোশারেফ তালুকদার।
বিডিপ্রতিদিন/কবিরুল