মাসজুড়ে তাপপ্রবাহের পর চুয়াডাঙ্গায় বৃষ্টির দেখা মিলেছে। সোমবার বিকেল পৌনে চারটা থেকে সাড়ে ৫টা পর্যন্ত চুয়াডাঙ্গায় থেমে থেমে বৃষ্টি ঝড়েছে। এ সময় ২৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
বৃষ্টির পর চুয়াডাঙ্গায় প্রশান্তি নেমেছে জনজীবনে। সোমবার বিকেল তিনটার পর থেকে চারপাশ কালো মেঘে ঢেকে যায়। ঝড়ও ওঠে। সেইসাথে শুরু হয় গুড়ি গুড়ি বৃষ্টি। কোনো কোনো এলাকয় বৃষ্টির সাথে শিলাবৃষ্টিও হয়েছে।
মাঝে কিছুটা বিরতি দিয়ে বেলা সাড়ে চারটার দিকে আবারও মুষলধারে বৃষ্টি নামে। সেইসাথে বিদ্যুত চমকানো এবং আকাশের গর্জে উঠার শব্দ কানে আসে। ঝড় বৃষ্টি ও বজ্রপাতের শব্দ শোনা গেলেও কোথাও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
তবে, যেসব কৃষক এখনো মাঠের ধান কেটে ঘরে তুলতে পারেননি তারা আছেন দুশ্চিন্তায়। শিলাবৃষ্টিতে মাঠে থাকা পাকা ধানের ক্ষতির আশংকা করছেন কৃষকরা।
বিডি প্রতিদিন/এএ