১৫ মে, ২০২৪ ২১:০২

জলবায়ু পরিবর্তন ও উপকূলীয় জনগণের জীবিকা সহায়তা বিষয়ক কর্মশালা

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

জলবায়ু পরিবর্তন ও উপকূলীয় জনগণের জীবিকা সহায়তা বিষয়ক কর্মশালা

ঝুঁকিপূর্ণ উপকূলীয় জনগণের জন্য স্থিতিস্থাপক বসতবাড়ি এবং জীবিকা সহায়তা প্রকল্প বিষয়ে বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে অবহিত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পল্লী ঋণ সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় সোসাইটি ফর ডেভেলপমেন্ট ইনিসিয়েটিডস (এসডিআই) এ কর্মশালার আয়োজন করে। এসডিআই (সিইও) প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক শামছুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আদনান চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গনি ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন ও উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরুল আবছার। এসডিআই সহকারী পরিচালক আশরাফ হোসেনের সঞ্চালনায় উন্নয়ন প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপনায় গৃহীত উন্নয়ন প্রকল্প বিশেষ করে জলবায়ু পরিবর্তনের বিভিন্ন তথ্য উপাত্ত বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করেন সাংবাদিক মো. আশেক উল্লাহ ফারুকী, ইউপি সদস্য হুমায়ুন কাদের ও টেকনাফ উপজেলা ইসলামী ফাউন্ডেশন পরিচালক পিয়ার আহমদ প্রমুখ। 

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর