মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসের দরজা থেকে ছিটকে পড়ে চালকের সহকারী (হেলপার) নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল আটটার দিকে পদ্মা সেতু উত্তর থানা সংলগ্ন পদ্মা সেতুর ওজন স্কেলে প্রবেশপথে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তাহসিন মাহমুদ রিফাত (২৪) ঢাকার দোহার উপজেলার মকসুদপুর এলাকার ফিরুজ আলমের ছেলে। তিনি ঢাকা-ভাঙ্গা রুটের গাঙচিল পরিবহনের চালকের সহকারী ছিলেন বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, ভোরের দিকে টোলপ্লাজামুখী গাংচিল পরিবহনের বাসটি ঘন কুয়াশার কারণে হঠাৎ ব্রেক করে। এ সময় বাসটির স্টাফ রিফাত ভেতরে দরজা থেকে ছিটকে সড়কে পড়ে গিয়ে ঐ বাসের চাকায় পিষ্ট হলে ঘটনাস্থলেই নিহত হন।
বিডি প্রতিদিন/মুসা