গলে পরা রোদের ছায়া পাতার ফাঁকে
ছায়া পথে কিংবা গাছের ছায়ায় বসে
আকাশ দেখে মায়াবী চোখ, নীল মেঘ
মৃদু বাতাসে কেশ ছুঁয়ে দেয় কপোল, ঠোঁট।
কখনো সে জানালায় তার অপেক্ষায়
পথ চলে সরু বাগানের বাঁকা পথে
বুকের মধ্যে নেচে ওঠে অজানা ঢেউ
পাতার বাঁশির সুর ভেসে যায় হিজল তলায়।
প্রথম যৌবন কদমের মতো ফুটে আছে
সে আসে অথচ মনের বাসনা বিলাস
ঘুমিয়ে থাকে চৈত্রের মাঠে ঝিনুকের মতো
হট্টিটিটি নেচে যায় রোদে পোড়া ঘাস মাঠে।
তার বসন্তি রঙ চোখে ফাগুন রঙিন, কোকিল
ডাকে কচি সবুজ মন উথাল পাথাল
মন বাড়িয়ে দাঁড়িয়ে থাকে তার পথে
পায়ের আওয়াজ ক্ষীণ হতে হতে মিলিয়ে যায়।