তালিয়া বাজাও জোরে
ছোট ছোট বাচ্চারা
দু’বেলা পারি না খেতে
ভাত আমি মাছ ছাড়া।
পারি না থাকতে আহা
গান শুনে নাচ ছাড়া।
সবুজে তাকিয়ে থাকি
বাঁচবো না গাছ ছাড়া।
নড়ে না গাছের পাতা
বলো কার হাত ছাড়া?
পারি না ঘুমাতে দিনে
ঘুটঘুটে রাত ছাড়া।
হাত তোলো কে খেলেছো
মাঠে গিয়ে সাতচারা?