একের পর এক অভিযান সত্ত্বেও জঙ্গিরা তাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে সক্ষম হয়েছে। চট্টগ্রামের সীতাকুণ্ডে মাত্র এক কিলোমিটার দূরত্বের মধ্যে দুটি জঙ্গি আস্তানার সন্ধান লাভ সে প্রমাণই বহন করছে। আইন প্রয়োগকারী বাহিনীর সদস্যরা অবশ্য দুটি আস্তানায় অভিযান চালিয়ে এর একটি থেকে এক জঙ্গি দম্পতিকে গ্রেফতার করেছে। অন্যটিতে অভিযানকালে চার জঙ্গি প্রাণ হারিয়েছে। এর মধ্যে এক জঙ্গি আইন প্রয়োগকারী সংস্থার হাতে প্রাণ হারালেও অন্যরা মারা গেছে আত্মঘাতী বোমায়। জঙ্গিদের গুলি ও বোমার আঘাতে পুলিশের এক কর্মকর্তা আহত হয়েছেন। দুই অভিযানে বিপুল গোলাবারুদও উদ্ধার করা হয়েছে। জঙ্গিবাদ দমনে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা প্রশংসা অর্জন করেছে। তবে জঙ্গি হুমকি মোকাবিলায় শুধু অভিযান চালিয়ে জঙ্গিদের গ্রেফতার বা হত্যা করাই যথেষ্ট নয়। জঙ্গি দমনে কৌশলগত পদক্ষেপের বিষয়টিও জরুরি। বহুমাত্রিক পদক্ষেপ গ্রহণ করে জঙ্গি হওয়ার প্রক্রিয়াকে ঠেকাতে হবে। জঙ্গিবাদের উত্থান রোধে ধর্মের অপব্যাখ্যার বিরুদ্ধে মনস্তাত্ত্বিক লড়াইও চালাতে হবে। দুনিয়ার কোনো ধর্মে মানুষ হত্যা এবং সন্ত্রাসবাদে উৎসাহ জোগানো হয়নি। সাধারণ ধর্মপ্রাণ মানুষের কাছে এ বিষয়টি স্পষ্ট করতে হবে। ধর্মের নামে জঙ্গিবাদের চর্চা হলেও উগ্রপন্থার উপাসকরা আসলে কোনো মূল্যবোধের দ্বারা পরিচালিত নয়। তারা নিজেদের অপকর্মের যৌক্তিকতা প্রমাণ করতেই কোরআন হাদিসের কিছু অংশকে খণ্ডিতভাবে ব্যবহার করে ও অপব্যাখ্যার আশ্রয় নেয়। জঙ্গিদের সঙ্গে ধর্মের যে প্রকৃত অর্থে কোনো সম্পর্ক নেই তা সঠিক ব্যাখ্যার মাধ্যমে তুলে ধরতে হবে। জঙ্গিবাদের উত্থান রোধে মধ্যযুগীয় মানসিকতার অবসান ঘটিয়ে আধুনিকতার বিকাশ ঘটাতে হবে। জঙ্গিরা পশ্চাত্পদ মানসিকতার ধারক-বাহক হলেও তারা তাদের উগ্র মতাদর্শ প্রচারে ইন্টারনেট বা সামাজিক প্রচারমাধ্যমকে ব্যাপকভাবে ব্যবহার করছে। এ হুমকি মোকাবিলায় ইন্টারনেট বা সামাজিক প্রচারমাধ্যমকেও কাজে লাগাতে হবে। জঙ্গিবাদের প্রতারণা থেকে সরলপ্রাণ মানুষকে দূরে রাখার ক্ষেত্রে যা প্রকৃষ্ট উপায় হিসেবে বিবেচিত হতে পারে। জঙ্গিবাদের উত্থান রোধে উগ্র মতবাদের প্রচার নিয়ন্ত্রণেরও উদ্যোগ নিতে হবে। জঙ্গিবাদীদের তত্পরতার ওপর তীক্ষ নজরও রাখতে হবে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং জাতীয় অস্তিত্বের স্বার্থে সন্ত্রাসের বরপুত্রদের বিরুদ্ধে সব সামাজিক শক্তির সোচ্চার ভূমিকাও প্রত্যাশিত।
শিরোনাম
- নওগাঁয় ভুয়া ৪ পুলিশ সদস্যসহ গ্রেফতার ৬
- আখাউড়া স্থলবন্দর দিয়ে আগরতলায় গেল ১,১৯২ কেজি ইলিশ
- তেঁতুলিয়ায় পানিবন্দি ২০ পরিবারের জলাবদ্ধতা নিরসনে বিএনপির উদ্যোগ
- যুক্তরাষ্ট্র যাচ্ছেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী
- চট্টগ্রামের সড়ক যেন মৃত্যুকূপ, ছয় মাসে নিহত আড়াইশো
- জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবলে টাঙ্গাইলকে ৪-১ গোলে হারাল নেত্রকোনা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ৬৪৭
- রাঙামাটি লিগ্যাল এইডে সমাধান হবে ৮ মামলা
- নারায়ণগঞ্জে ২২৪ মন্ডপে দুর্গাপূজা
- ক্যান্সার আক্রান্ত হয়েছেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো
- রাজনীতিতে স্থিতিশীলতা চায় বিএনপি : আমীর খসরু
- নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বললেন মোদি
- ফেলানীর ছোট ভাইকে চাকরি দিলো বিজিবি
- সৌদি সফর শেষে যুক্তরাজ্য যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
- খাগড়াছড়ির পাহাড়ে পূজার আমেজ, প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা
- ব্রাহ্মণবাড়িয়ায় মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত
- শারদীয় দুর্গোৎসবে সারা’র আয়োজন
- বাংলাদেশ থেকেও দেখা যাবে ‘এইচবিও ম্যাক্স’
- শিক্ষার্থীদের ইন্টারনেট আসক্তি ও বই পড়ার আগ্রহ বিষয়ে ফকিরহাটে শুভসংঘের আলোচনা সভা
- স্ন্যাপচ্যাটে নতুন দুই ফিচার চালু