একের পর এক অভিযান সত্ত্বেও জঙ্গিরা তাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে সক্ষম হয়েছে। চট্টগ্রামের সীতাকুণ্ডে মাত্র এক কিলোমিটার দূরত্বের মধ্যে দুটি জঙ্গি আস্তানার সন্ধান লাভ সে প্রমাণই বহন করছে। আইন প্রয়োগকারী বাহিনীর সদস্যরা অবশ্য দুটি আস্তানায় অভিযান চালিয়ে এর একটি থেকে এক জঙ্গি দম্পতিকে গ্রেফতার করেছে। অন্যটিতে অভিযানকালে চার জঙ্গি প্রাণ হারিয়েছে। এর মধ্যে এক জঙ্গি আইন প্রয়োগকারী সংস্থার হাতে প্রাণ হারালেও অন্যরা মারা গেছে আত্মঘাতী বোমায়। জঙ্গিদের গুলি ও বোমার আঘাতে পুলিশের এক কর্মকর্তা আহত হয়েছেন। দুই অভিযানে বিপুল গোলাবারুদও উদ্ধার করা হয়েছে। জঙ্গিবাদ দমনে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা প্রশংসা অর্জন করেছে। তবে জঙ্গি হুমকি মোকাবিলায় শুধু অভিযান চালিয়ে জঙ্গিদের গ্রেফতার বা হত্যা করাই যথেষ্ট নয়। জঙ্গি দমনে কৌশলগত পদক্ষেপের বিষয়টিও জরুরি। বহুমাত্রিক পদক্ষেপ গ্রহণ করে জঙ্গি হওয়ার প্রক্রিয়াকে ঠেকাতে হবে। জঙ্গিবাদের উত্থান রোধে ধর্মের অপব্যাখ্যার বিরুদ্ধে মনস্তাত্ত্বিক লড়াইও চালাতে হবে। দুনিয়ার কোনো ধর্মে মানুষ হত্যা এবং সন্ত্রাসবাদে উৎসাহ জোগানো হয়নি। সাধারণ ধর্মপ্রাণ মানুষের কাছে এ বিষয়টি স্পষ্ট করতে হবে। ধর্মের নামে জঙ্গিবাদের চর্চা হলেও উগ্রপন্থার উপাসকরা আসলে কোনো মূল্যবোধের দ্বারা পরিচালিত নয়। তারা নিজেদের অপকর্মের যৌক্তিকতা প্রমাণ করতেই কোরআন হাদিসের কিছু অংশকে খণ্ডিতভাবে ব্যবহার করে ও অপব্যাখ্যার আশ্রয় নেয়। জঙ্গিদের সঙ্গে ধর্মের যে প্রকৃত অর্থে কোনো সম্পর্ক নেই তা সঠিক ব্যাখ্যার মাধ্যমে তুলে ধরতে হবে। জঙ্গিবাদের উত্থান রোধে মধ্যযুগীয় মানসিকতার অবসান ঘটিয়ে আধুনিকতার বিকাশ ঘটাতে হবে। জঙ্গিরা পশ্চাত্পদ মানসিকতার ধারক-বাহক হলেও তারা তাদের উগ্র মতাদর্শ প্রচারে ইন্টারনেট বা সামাজিক প্রচারমাধ্যমকে ব্যাপকভাবে ব্যবহার করছে। এ হুমকি মোকাবিলায় ইন্টারনেট বা সামাজিক প্রচারমাধ্যমকেও কাজে লাগাতে হবে। জঙ্গিবাদের প্রতারণা থেকে সরলপ্রাণ মানুষকে দূরে রাখার ক্ষেত্রে যা প্রকৃষ্ট উপায় হিসেবে বিবেচিত হতে পারে। জঙ্গিবাদের উত্থান রোধে উগ্র মতবাদের প্রচার নিয়ন্ত্রণেরও উদ্যোগ নিতে হবে। জঙ্গিবাদীদের তত্পরতার ওপর তীক্ষ নজরও রাখতে হবে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং জাতীয় অস্তিত্বের স্বার্থে সন্ত্রাসের বরপুত্রদের বিরুদ্ধে সব সামাজিক শক্তির সোচ্চার ভূমিকাও প্রত্যাশিত।
শিরোনাম
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
জঙ্গিবাদের হুমকি
মনস্তাত্ত্বিক লড়াই চালাতে হবে
Not defined
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর