রবিবার, ১৪ নভেম্বর, ২০২১ ০০:০০ টা
ইতিহাস

অটোমান সাম্রাজ্যে হানা

অটোমান সাম্রাজ্য তৎকালীন পৃথিবীর অন্যতম শক্তিশালী সাম্রাজ্য ছিল। তৈমুরের নিষ্ঠুরতার সংবাদে অটোমান সুলতান বায়েজিদ ক্রোধান্বিত হন। তিনি তৈমুরকে সতর্ক করে বার্তা পাঠান। কিন্তু এর মাধ্যমে তিনি তাঁর জীবনের সবচেয়ে বড় ভুল করে ফেললেন। বার্তা পাওয়া মাত্র তৈমুর মনস্থির করেন, অটোমানদের গৌরব মাটিতে মিশিয়ে দেবেন। ১৪০১ সালে তৈমুর তুরস্কের উদ্দেশে যাত্রা করেন। সুলতান বায়েজিদ এ সংবাদে বিশাল বাহিনী নিয়ে প্রস্তুত হয়ে যান। ১৪০২ সালে তুরস্কের রাজধানী আঙ্কারায় দুই বাহিনী মুখোমুখি হয়। সেদিন পুরো পৃথিবী তৈমুরের রণকৌশলে মুগ্ধ হয়ে যায়। শক্তিশালী অটোমান সাম্রাজ্য তৈমুরের কাছে শোচনীয়ভাবে পরাজিত হয়। যুদ্ধে সুলতান বায়েজিদ বন্দী হন। পরে তিনি বন্দী অবস্থায় মৃত্যুবরণ করেন। এ যুদ্ধের পর মিসর সাম্রাজ্য তৈমুরের প্রতি আনুগত্য প্রকাশ করে। অটোমান সাম্রাজ্য ইউরোপের বহু রাষ্ট্রের জন্য হুমকিস্বরূপ ছিল। তৈমুরের অটোমান জয়ের ফলে ফ্রান্স, স্পেন প্রভৃতি রাষ্ট্র তৈমুরের সঙ্গে মিত্রতার সম্পর্ক স্থাপন করে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর