রবিবার, ২২ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি

আয় না বাড়ায় বিপাকে আমজনতা

দেশের মানুষের জীবনযাত্রার ব্যয় ২০২২ সালে ১০ শতাংশের বেশি বেড়েছে। আগের বছর ব্যয় বেড়েছিল ৬.৯২ শতাংশ। এ হিসেবে ২০২১ সালের তুলনায় ২০২২ সালে জীবনযাত্রার ব্যয় বাড়ার হার ৩.১৬ শতাংশ। ২০২২ সালে ঢাকা মেগাসিটিতে মূল্যস্ফীতির চাপ বিষয়ে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ক্যাবের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। গতকাল এক অনলাইন সংবাদ সম্মেলনে এ প্রতিবেদন প্রকাশ করেছে ক্যাব। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্যানুযায়ী, ২০২১ সালের অক্টোবরে মানুষের আয় বেড়েছিল ৫.৯৭ শতাংশ। গত বছরের অক্টোবর পর্যন্ত এক বছরে আয় বেড়েছে ৬.৯১ শতাংশ। এক বছরের ব্যবধানে আয় বেড়েছে ০.৯৪ শতাংশ। একই সময়ের ব্যবধানে মূল্যস্ফীতির হার ৫.৭০ থেকে বেড়ে ৮.৯১ শতাংশ হয়েছে। তবে বিবিএসের মূল্যস্ফীতি ও আয় বাড়ার তথ্য নিয়ে একাধিক বেসরকারি গবেষণা সংস্থার সংশয় রয়েছে। ক্যাবের প্রতিবেদনে বেশ কিছু পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিষয়ে তথ্য-উপাত্ত উপস্থাপন করা হয়েছে। তাতে দেখা যায়, চালের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। এ ছাড়া ওয়াসার পানি, নিম্ন ও নিম্নমধ্যবিত্তের গড় বাড়িভাড়া এবং ফ্ল্যাটবাসার ভাড়া বেড়েছে। ক্যাবের প্রতিবেদনে মানুষের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির যে তথ্য-উপাত্ত তুলে ধরা হয়েছে তা উদ্বেগজনক। জীবনযাত্রার ব্যয় স্পুটনিক গতিতে বাড়লেও সাধারণ মানুষের আয় সেভাবে বাড়ছে না। সমাজের ধনী অংশের আয় যেভাবে বাড়ছে গরিব অংশের আয় তার ধারেকাছেও নয়। তাই ধনী-গরিবের বৈষম্য বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, মানুষের আয় বাড়লে নিত্যপণ্যের দাম সে হারে বাড়লে সহনীয় বলে বিবেচিত। কিন্তু সিংহভাগ মানুষের আয় বাড়ছে না। বেকারত্ব বাড়ছে উদ্বেগজনক হারে। সরকারি কর্মকর্তা-কর্মচারী ছাড়া সাধারণ চাকরিজীবীরা ভালো নেই। ভালো নেই কর্মজীবী অন্য স্তরের মানুষ। করোনাভাইরাসের কারণে দুই বছর ধরে ধকল গেছে অর্থনীতিতে। সে ধকল কাটিয়ে ওঠার আগে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পরিণতিতে বিশ্বজুড়ে যে অর্থনৈতিক মন্দা সৃষ্টি হয়েছে, তাতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত দুনিয়ার সব দেশের স্বল্প আয়ের মানুষ। বাংলাদেশেও এর প্রভাব অনুভূত হচ্ছে ব্যাপকভাবে।

সর্বশেষ খবর