শনিবার, ১১ মার্চ, ২০২৩ ০০:০০ টা

অনন্য এই জয়

টাইগারদের অভিনন্দন

বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড দলের বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম খেলায় ৬ উইকেটে জয় পেয়েছে সাকিব বাহিনী। ক্রিকেটের তিন ঘরানার মধ্যে ওয়ানডেতে বাংলাদেশ মোটামুটি শক্তিশালী। আশা করা হয়েছিল ওয়ানডে ম্যাচে ঘরের মাঠে টাইগাররা স্বমূর্তিতে আবির্ভূত হবে। কিন্তু প্রথম ম্যাচ দারুণভাবে শুরু করলেও শেষটা ভালো হয়নি। মিরপুরে ব্যাটসম্যানদের ব্যর্থতায় হেরে যায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ড যে রানের পাহাড় গড়ে তোলে তাতে জয় দূরের কথা সম্মানজনকভাবে খেলা শেষ করাই ছিল চ্যালেঞ্জ। তবে তৃতীয় ম্যাচে টাইগাররা জিতেছে সাকিবের ওপর ভর করে। জয়ের সেই ধারা টাইগাররা ধরে রেখেছে টি-২০ এর প্রথম খেলায়। চট্টগ্রামে অনুষ্ঠিত এ খেলায় ইংল্যান্ড ২০ ওভারে ৬ উইকেটে করে ১৫৬ রান। বাংলাদেশকে জিততে রান তাড়া করতে হবে ওভারপ্রতি ৭.৮১। টি-২০ ক্রিকেটে যা আকাশছোঁয়া নয়। তারপরও প্রতিপক্ষ যখন বর্তমান টি-২০ বিশ্বচ্যাম্পিয়ন তখন অনেক বেশি হিসাবি ক্রিকেট খেলার পরিকল্পনা থাকতে হবে। সেই পরিকল্পনায় বাজিমাত করেছেন নাজমুল হোসেন শান্ত, সাকিব, হাসান মাহমুদরা। জশ বাটলারের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিং ও বোলিংয়ে দাপুটে ক্রিকেট খেলে ১২ বল হাতে রেখে ৬ উইকেটের স্বপ্নের এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। যা বাংলাদেশের ১৪৫ নম্বর টি-২০ ম্যাচে ৫০তম জয়। সাকিব বাহিনী যে অবিশ্বাস্য জয় পেয়েছে তাতে ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন নাজমুল শান্ত। ১৮টি টি-২০ ক্যারিয়ারের তৃতীয় হাফসেঞ্চুরির ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন তিনি। ৫১ রানের ইনিংসটি খেলেছেন মাত্র ৩০ বলে। ১৭০ স্ট্রাইক রেটের ইনিংসটিতে ছিল ৮টি বাউন্ডারি। যাতে টানা ৪টি বাউন্ডারি মেরেছেন মার্ক উডের ওভারে। ক্যারিয়ারে এটা তার টানা দ্বিতীয় হাফসেঞ্চুরি। গত নভেম্বরে টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ৫৪ রানের ইনিংস খেলেছিলেন অ্যাডিলেডে। ওভারপ্রতি পৌনে ৯ রানের টার্গেটে ইংলিশ বোলারদের তুলাধোনা করে তিনি এনে দিয়েছেন প্রত্যাশিত জয়। এ জয়ের ফলে তিন ম্যাচের টি-২০ সিরিজে বাংলাদেশ ১-০ ব্যবধানে এগিয়ে থাকল। আগামী বছর অনুষ্ঠিত হবে টি-২০ বিশ্বকাপ। বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে টাইগারদের এই জয় বিশ্বকাপের জন্য দারুণ প্রস্তুতি বলে বিবেচিত হবে। বাড়াবে তাদের আত্মবিশ্বাস। বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে অনন্য এই জয়ের জন্য টাইগারদের অভিনন্দন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর