দেশের ইতিহাসে প্রথমবারের মতো প্রায় শতভাগ দেশি গবাদি পশু দিয়ে সম্পন্ন হয়েছে এবারের ঈদুল আজহার কোরবানি। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ভাষ্য, ঈদুল আজহায় চলতি বছর সারা দেশে মোট ১ কোটি ৪১ হাজার ৮১২টি গবাদি পশু কোরবানি হয়েছে। গত বছর সারা দেশে কোরবানি দেওয়া গবাদি পশুর সংখ্যা ছিল ৯৯ লাখ ৫০ হাজার ৭৬৩। গত বছরের তুলনায় এবার ৯১ হাজার ৪৯টি গবাদি পশু বেশি কোরবানি হয়েছে। আর ২০২১ সালে এ সংখ্যা ছিল ৯০ লাখ ৯৩ হাজার ২৪২। এ বছর সবচেয়ে বেশি পশু কোরবানি হয়েছে ঢাকা বিভাগে এবং প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী এর পরিমাণ ২৫ লাখ ৪৮ হাজার ১৮৪, চট্টগ্রাম বিভাগে ২০ লাখ ৫১ হাজার ৭৭৭টি, রাজশাহী বিভাগে ২১ লাখ ৩২ হাজার ৪৬৯টি, খুলনা বিভাগে ৯ লাখ ৪৯ হাজার ৫৮১টি, বরিশাল বিভাগে ৪ লাখ ৩০ হাজার ৬৭৩টি, সিলেট বিভাগে ৩ লাখ ৯৪ হাজার ৩৯টি, রংপুর বিভাগে ১১ লাখ ৪৯ হাজার ১৮৭টি এবং ময়মনসিংহ বিভাগে ৩ লাখ ৮৫ হাজার ৯০২টি গবাদি পশু কোরবানি হয়েছে। কোরবানি হওয়া গবাদি পশুর মধ্যে ৪৫ লাখ ৮১ হাজার ৬০টি গরু, ১ লাখ ৭ হাজার ৮৭৫টি মহিষ, ৪৮ লাখ ৪৯ হাজার ৩২৮টি ছাগল, ৫ লাখ ২ হাজার ৩০৭টি ভেড়া এবং ১ হাজার ২৪২টি অন্যান্য পশু রয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তথ্য-উপাত্তের যথার্থতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ থাকলেও স্বীকার করতে হবে, পশুর হাটগুলোয় চাহিদার বিপরীতে পশুর সংখ্যা ছিল পর্যাপ্ত। তবে দাম ছিল দেশের সিংহভাগ মানুষের ক্রয়সীমার বাইরে। দুই প্রতিবেশী দেশের তুলনায় গড়ে তিন গুণ দাম হওয়ায় গরু, ছাগল, মহিষ, মেষ পালন অতি মুনাফার ব্যবসায় পরিণত হয়েছে। যে কারণে অনেকে বাড়তি মুনাফার লোভে পশুপালনে উৎসাহী হচ্ছে। ঈদে কোরবানির পশু বিদেশ থেকে আমদানি না হওয়ায় বৈদেশিক মুদ্রার অপচয় রোধকে সাফল্য বলে বিবেচনা করা যায়। তবে চামড়ার দামে ধস নামিয়ে প্রতারণা করা হয়েছে মাদরাসা ও এতিমখানার মতো প্রতিষ্ঠানগুলোর সঙ্গে। ট্যানারি মালিকদের অশুভ জোট শত শত কোটি টাকা বাড়তি মুনাফা করেছে চামড়ার দামে ধস নামিয়ে। কাঁচা চামড়া রপ্তানির অনুমতি দিলে এ লুটেরা কর্মকান্ড রোধ করা যেত।
শিরোনাম
- তুরস্ক যে কারণে ভারতের বিরুদ্ধে প্রকাশ্যে পাকিস্তানকে সমর্থন দেয়
- ব্যক্তি বা সত্তার কার্যক্রম নিষিদ্ধের বিধান যুক্ত করে সন্ত্রাসবিরোধী অধ্যাদেশের খসড়া অনুমোদন
- রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে আ. লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো : জামায়াত আমির
- তীব্র তাপদাহে আক্রান্তদের জন্য মহাখালীতে হিটস্ট্রোক সেন্টার চালু
- কর ফাঁকির সুযোগ নেই, সবাইকে কর দিতে হবে: ডিএনসিসি প্রশাসক
- ১৫ বা তার কম বয়সেই যৌন সহিংসতার শিকার প্রতি পাঁচজন নারীর একজন
- কুয়াকাটায় নানা আয়োজনে বুদ্ধ পূর্ণিমা পালিত
- কিশোরগঞ্জে বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু
- কলমাকান্দায় রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত ব্যক্তি উদ্ধার
- আমরণ অনশনের হুঁশিয়ারি বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের
- উপাচার্যের পদত্যাগ দাবিতে ববিতে কমপ্লিট শাটডাউন ঘোষণা
- আল-নাসর ছাড়ার পথে রোনালদো?
- পুঁজিবাজার পরিস্থিতির উন্নয়নে প্রধান উপদেষ্টার পাঁচ নির্দেশনা
- কিশোর কর্মচারীর গায়ে ভাতের গরম মাড় ঢেলে দিল বাবুর্চি
- পাকিস্তানের সামরিক সক্ষমতায় ভারত ‘অপ্রস্তুত, খানিকটা বিস্মিত’: ব্রিটিশ বিশ্লেষক
- নাটোরে জামায়াতের আনন্দ মিছিল
- ধর্ম যার যার রাষ্ট্র সবার, দেশে বিভক্তির কোনো সুযোগ থাকবে না : আমীর খসরু
- আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত ইতিবাচক : ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য
- আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের খবরে নেত্রকোনায় মিষ্টি বিতরণ
- বগুড়া ডিএসএ কাপ ক্রিকেট টুর্ণামেন্টে এ জেড স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন
দেশি পশুতেই কোরবানি
চামড়ার দামে ধস নামিয়েছে মুনাফাখোরেরা
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর