রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ মতবিনিময় করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর যেসব রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করেছেন শুধুমাত্র তাদেরই আজ ডাকা হবে। এর মাধ্যমে প্রকারান্তরে শুরু হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের আনুষ্ঠানিক মতবিনিময়। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে বলা হয়, রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সংস্কারের প্রস্তাব এলে তা বাস্তবায়ন করা হবে। ওইদিনই প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন মির্জা ফখরুলসহ বিএনপি নেতারা। সংস্কার ও নির্বাচন দুই বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ব্যাপকভাবে সংলাপের অনুরোধ জানান তারা। এ বৈঠকের ফলশ্রুতিতেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ মতবিনিময় করবেন প্রধান উপদেষ্টা। পর্যায়ক্রমে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও বৈঠক করা হবে। দেশের ছাত্রসমাজ আন্দোলনে নেমেছিল চাকরি ক্ষেত্রে বৈষম্যের অবসান ঘটানোর দাবিতে। রাষ্ট্রযন্ত্র সে যৌক্তিক দাবি মানার বদলে বেছে নেয় নৃশংস নির্যাতন ও হত্যাযজ্ঞের পথ। ফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সর্বস্তরের মানুষ সরকার পতনের দাবিতে রাজপথে অবস্থান নেয়। রক্তের বন্যা বইয়ে দিয়েও ক্ষমতায় টিকে থাকতে ব্যর্থ হয় পৌনে ১৬ বছরের কর্তৃত্ববাদী সরকার। এক হাজারের বেশি মানুষ প্রাণ হারায় নব্য ফ্যাসিস্টদের হাতে। আহতের সংখ্যাও বিশাল। ফলে ছাত্র-জনতার আন্দোলনের ফসল হিসেবে যে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসেছে রাষ্ট্র সংস্কার তাদের অবশ্য পালনীয় কর্তব্যে পরিণত হয়েছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পাকাপোক্ত ব্যবস্থা প্রবর্তনও তাদের এজেন্ডা হয়ে দাঁড়িয়েছে। যা বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর সহযোগিতার বিকল্প নেই। ভবিষ্যতে আর যাতে কোনো কর্তৃত্ববাদী সরকারের আবির্ভাব না হয় তা নিশ্চিত করতেই সংস্কার চালাতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের আয়োজনও করতে হবে অন্তর্বর্তী সরকারকে। আমাদের বিশ্বাস, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ সে কঠিন দায়িত্ব পালনে অন্তর্বর্তী সরকারের প্রতি ১৮ কোটি মানুষের সমর্থন আরও নিশ্চিত করবে।
শিরোনাম
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- কোটালীপাড়া উপজেলা পরিষদ ও থানায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ
রাজনৈতিক সংলাপ
সংস্কার ও নির্বাচনের পথ দেখাবে
Not defined
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর