পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপপ্রধানমন্ত্রী ইসহাক দারের দুই দিনের বাংলাদেশ সফরে দুই দেশের মধ্যে একটি চুক্তি ও পাঁচ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সফরকালে দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার স্বার্থে পাকিস্তান একাত্তরের গণহত্যার বিষয়ে প্রকাশ্যে ক্ষমা চাইবে বলে আশা করা হয়েছিল। দুই দেশের অমীমাংসিত সমস্যা, সম্পদ বণ্টন ও আটকে পড়া পাকিস্তানিদের ফেরত নেওয়ার ব্যাপারেও কোনো অগ্রগতি হয়নি। বরং দায় এড়াতে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে ইসহাক দার সাংবাদিকদের বলেছেন, একাত্তরের গণহত্যার জন্য ক্ষমা চাওয়াসহ অমীমাংসিত তিনটি ইস্যু দুইবার সমাধান হয়েছে। ১৯৭৪ সালে প্রথমবারের মতো বিষয়টির নিষ্পত্তি হয়, ওই সময়ের দলিলটি দুই দেশের জন্য ঐতিহাসিক। এরপর জেনারেল পারভেজ মোশাররফ বাংলাদেশে এসে প্রকাশ্যে ও খোলামনে বিষয়টির সমাধান করেছেন। ফলে একাত্তর ইস্যুর দুইবার সমাধান হয়েছে। একবার ১৯৭৪ সালে, আরেকবার ২০০০ সালের শুরুতে। তিনি মন থেকে অতীতের স্মৃতি মুছে ফেলে দুই দেশের সম্পর্ক সামনে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন। বলেছেন, ইসলাম ধর্ম অনুযায়ী, মুসলমানদের তাদের হৃদয় পরিষ্কার রাখতে বলা হয়েছে। সুতরাং চলুন সামনে এগিয়ে যাই। আমাদের একসঙ্গে কাজ করতে হবে, আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন অবশ্য বলেছেন, অমীমাংসিত ইস্যু নিয়ে ইসহাক দারের বক্তব্যের সঙ্গে ঢাকা একমত নয়। বাংলাদেশ ও পাকিস্তান সার্কভুক্ত দেশ। দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরালো করার অনেক সুযোগ রয়েছে। বিভিন্ন ক্ষেত্রে একসঙ্গে কাজ করার মাধ্যমে লাভবান হতে পারে দুই দেশ। এ ক্ষেত্রে বাধা হয়ে আছে একাত্তরে পাকিস্তানি দখলদার বাহিনীর গণহত্যার ঘটনা। পাকিস্তান সে অপকর্মের জন্য ক্ষমা চাইলে সভ্য জাতি হিসেবে তারা যে নিজেদের পরিচয় গড়ে তুলতে আগ্রহী, তা প্রমাণিত হতো। একাত্তরের গণহত্যার জন্য কোনোভাবেই পাকিস্তানের জনগণ দায়ী নয়, দায়ী সামরিক জান্তা। তারা পাকিস্তানের জনগণের ওপরও চেপে বসেছিল নিপীড়ক হিসেবে। কিন্তু পাকিস্তানি উপপ্রধানমন্ত্রী সেটিকে যেভাবে পাশ কাটিয়ে গেছেন, তা শুধু অগ্রহণযোগ্যই নয় দুর্ভাগ্যজনকও।
শিরোনাম
- ধর্ম অবমাননা কাঠামোগত ইসলামবিদ্বেষের ফল
- ভালো নির্বাচনের পথে যত বাধা
- যেভাবে মিলবে একীভূত পাঁচ ব্যাংকের আমানত
- লাখো মানুষের হাতে মশাল, ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ স্লোগানে উত্তাল উত্তরাঞ্চল
- চাকসুতে বিজয়ীদের সংবর্ধনা দিলেন ছাত্রদলের সাধারণ সম্পাদক
- বাংলাদেশ থেকে কর্মী নেবে ইরাক
- জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের আহ্বান প্রধান উপদেষ্টার
- জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে খালেদা জিয়াকে আমন্ত্রণ জানাল ঐকমত্য কমিশন
- এআই দিয়ে কিভাবে দ্রুত ও প্রফেশনালি সিভি বানাবেন
- জাতিসংঘের শুভেচ্ছাদূত হলেন হানিয়া আমির
- বীর মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন আহমেদের রাষ্ট্রীয় ফিউনারেল প্যারেড অনুষ্ঠিত
- আরও ৩০ ফিলিস্তিনির নিথর দেহ ফেরত দিল ইসরায়েল
- কপিল শর্মার ক্যাফেতে ফের গুলিবর্ষণ, নিশানায় ‘সালমানের শত্রু’ গ্যাং
- ইসরায়েলি হামলায় হুথির সামরিক প্রধান নিহত
- বসুন্ধরা কমিউনিটি পার্ক উদ্বোধন
- শতাব্দীর সেরা ডিভোর্সে ১ বিলিয়ন ডলার থেকে মুক্তি পেলেন দ. কোরিয়ার ধনকুবের
- জলবায়ু ঋণ বাতিলের দাবিতে কলাপাড়ায় মানববন্ধন ও সাইকেল র্যালি
- নিয়ন্ত্রণে আসেনি সিইপিজেডের আগুন, ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে কারখানার ভবন
- ইঞ্জিনিয়ার্স ও সিগন্যালস্ কোরের রিক্রুট ব্যাচের সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত
- ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বোচ্চ রানের রেকর্ড বাংলাদেশের
ঢাকা-ইসলামাবাদ সম্পর্ক
একাত্তরের ক্ষত নিরসন জরুরি
প্রিন্ট ভার্সন

সর্বশেষ খবর