ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি না, এমন একটি সংশয় বোদ্ধাজনদের মধ্যেও দানা বেঁধে উঠেছে। রাজনৈতিক দলের অফিসে হামলা অগ্নিসংযোগ, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলা, চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনা প্রশ্ন তুলেছে নির্বাচন বানচালের জন্য কোনো মহল কি পরিস্থিতি ঘোলাটে করতে চাচ্ছে! এমনিতেই গায়ে মানে না আপনি মোড়ল মার্কা দলগুলো অন্তর্বর্তী সরকারের নির্বাচনমুখী কার্যক্রমকে ভালো চোখে দেখছে না। ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেওয়ার বায়না ধরছে তারা। বলছে সংবিধান সংস্কার করতে হবে। সবকিছুই করতে হবে নির্বাচনের আগে। অতি বুদ্ধিমানরা জেনেশুনেই বুঝতে চাচ্ছেন না সংবিধানে পরিবর্তন বা মৌলিক কোনো সংস্কার চাইলে তা নির্বাচিত জনপ্রতিনিধিদের হাত দিয়েই আসতে হবে। আশার কথা, বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে পৃথক পৃথক বৈঠকে প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে এমন প্রত্যয় ব্যক্ত করেছেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রাজনৈতিক নেতাদের জানিয়েছেন, ঘোষিত সময় অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট হবে অবাধ, সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে। প্রধান উপদেষ্টা সব রাজনৈতিক দলকে নির্বাচন নিয়ে আবারও তাঁর প্রতিশ্রুতি জানিয়েছেন। বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। কেউ যদি নির্বাচনের বিকল্প ভাবে সেটা হবে এ জাতির জন্য খুবই বিপজ্জনক। সেপ্টেম্বরের শেষের দিকে দুর্গাপূজা। এ পূজা ঘিরে কোনো গোষ্ঠী যেন ষড়যন্ত্র এবং অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে, সেজন্য রাজনৈতিক দলগুলোকে সজাগ থাকতে অনুরোধ জানানো হয়েছে। জামায়াত ও এনসিপি জুলাই সনদ বাস্তবায়নের পর নির্বাচন অনুষ্ঠানের পক্ষপাতী। তাদের পক্ষ থেকে এ ব্যাপারে দাবি জানানো হলেও একই সঙ্গে নির্বাচনেরও প্রস্তুতি নিচ্ছে তারা। যা একটি ইতিবাচক দিক। গণতন্ত্রের স্বার্থেই এ ব্যাপারে সব রাজনৈতিক দল সুমতির পরিচয় দেবে, এমনটিই প্রত্যাশিত।
শিরোনাম
- দুই বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনায় ইবিতে ছাত্রদলের বিক্ষোভ
- বার্তা পরিষ্কার, জনগণ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে : আমীর খসরু
- নওগাঁয় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
- ফেব্রুয়ারি মাসেই নির্বাচন হবে : টুকু
- মোদি-শি-পুতিনের বৈঠকের পরই ভারতকে নিয়ে নতুন বার্তা দিলেন ট্রাম্প
- প্রতিবন্ধী শিশুদের মাঝে গাছের চারা বিতরণ
- পুতিনের সঙ্গে সাক্ষাৎ করলেন ইরানের প্রেসিডেন্ট
- চবি সংঘর্ষে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন মান্না
- দিনাজপুর সরকারি কলেজে ফরম ফি বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন
- মিয়ানমারের নির্বাচনে সমর্থন দিল ভারত
- আড়াই ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল শুরু
- নেদারল্যান্ডসকে ১০৩ রানে গুটিয়ে দিল বাংলাদেশ
- আফগানিস্তানে ত্রাণ সহায়তা দিতে টিম প্রস্তুত: ইউনিসেফ
- ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্র আন্দোলনের ইশতেহার ঘোষণা
- ভূমিকম্পে গুঁড়িয়ে গেছে আফগানিস্তানের বহু গ্রাম
- ডাকসু নির্বাচন ভন্ডুলের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা : ডিএমপি কমিশনার
- রংপুরে আগস্টে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি, প্রকৃতিতে রুক্ষভাব
- চারদিন বন্ধ থাকার পর মধ্যপাড়া খনিতে ফের পাথর উত্তোলন শুরু
- মোদিকে নিশানা করে আবারও আক্রমণাত্মক বক্তব্য ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টার
- সংস্কার দাবিতে ছাত্র আন্দোলনে উত্তাল ইন্দোনেশিয়া