দেশের দুই পাবলিক বিশ্ববিদ্যালয় অশান্ত হয়ে উঠেছে হঠাৎ করেই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের হামলায় নিরাপত্তাহীন পরিস্থিতির উদ্ভব হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়ন উত্তোলনের শেষ দিনে রবিবার দফায় দফায় সংঘর্ষ বেধেছে। ছাত্রদল নির্বাচনে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটাধিকার দাবি করছে। এ নিয়ে বেধেছে পক্ষ-বিপক্ষের সমর্থকদের সংঘর্ষ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শনিবার রাতে তুচ্ছ ঘটনা নিয়ে শিক্ষার্থী এবং এলাকাবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় ক্যাম্পাস এলাকা। শনিবার রাত থেকে রবিবার বিকাল পর্যন্ত টানা সংঘর্ষে শিক্ষার্থীসহ আহত হয়েছেন তিন শতাধিক ব্যক্তি। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ নগরীর বিভিন্ন হাসপাতাল, ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয় এলাকায় ১৪৪ ধারা জারি করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন। বর্তমানে বিশ্ববিদ্যালয় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ ঘটনায় উসকানি দেওয়ার অভিযোগে বিএনপির কেন্দ্রীয় নেতা সাথী উদয় কুসুম বড়ুয়াকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সংঘর্ষের পর রবিবার বিকাল ৪টা থেকে ক্যাম্পাস এবং আশপাশে অভিযান শুরু করেছে যৌথ বাহিনী। উদ্ভূত পরিস্থিতিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সোমবারের পূর্বনির্ধারিত সব পরীক্ষা স্থগিত করা হয়। শনিবার রাত ১২টার দিকে ২ নম্বর গেটের একটি ভাড়া বাসায় প্রবেশ নিয়ে এক ছাত্রী ও দারোয়ানের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। দারোয়ান ওই শিক্ষার্থীকে শরীরিকভাবে হেনস্তা করেছেন এই গুজবে শিক্ষার্থী ও স্থানীয় লোকজনের মধ্যে শুরু হয় ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষ। এ সময় মাইকে এলাকাবাসীকে জড়ো করে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। নির্দয় হামলায় শত শত শিক্ষার্থী আহত হন। বিশ্ববিদ্যালয়সংলগ্ন এলাকায় আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধারে সেনাবাহিনী অভিযান চালায়। আইনশৃঙ্খলা রক্ষায় যৌথ বাহিনী মোতায়েন করা হয় এলাকাজুড়ে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রণক্ষেত্র সৃষ্টি হওয়া অপ্রত্যাশিত ও দুর্ভাগ্যজনক। দুই পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষে জড়িতদের আইনের আওতায় আনা হবে এমনটিই প্রত্যাশিত।
শিরোনাম
- ‘জুলাই আন্দোলন উপদেষ্টাদের ভাগবাটোয়ারার জন্য হয়নি’
- পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের বিকল্প নেই : সুপ্রদীপ চাকমা
- আমি পক্ষপাতদুষ্ট চিন্তা ও সিদ্ধান্ত গ্রহণে অভ্যস্ত নই : জ্বালানি উপদেষ্টা
- শিশুদের মাঝে বেঁচে থাকতে চান নাসির
- রাজনৈতিক শক্তির মধ্যে বিভাজনে সুযোগ পাবে ফ্যাসিস্ট শক্তি : আমান
- শনিবার মধ্যরাত থেকে উঠছে নিষেধাজ্ঞা, ইলিশ শিকারে নামবেন জেলেরা
- রিজওয়ানের বিশ্ব রেকর্ড ভাঙলেন অস্ট্রিয়ার করণবীর
- কিছু উপদেষ্টার আচরণ মানুষকে আশ্বস্ত করছে না: হুমায়ূন কবির
- ষষ্ঠ ও নবম শ্রেণির শিক্ষার্থীদের ফের রেজিস্ট্রেশনের সুযোগ
- চলতি মাসেই বিএনপির ২০০ আসনে প্রার্থীকে গ্রিন সিগন্যাল, আরপিও সংশোধনের বিষয়ে আপত্তি
- জেমিনি থেকে প্রম্পটিং, বিনামূল্যে ৫ কোর্সে এআই শেখার সুযোগ
- অ্যালগরিদম বদলে গেছে, তাই পথও বদলাচ্ছেন ইউটিউবাররা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ৪৬৮
- সুরমা নদীর ভাঙন ঠেকাতে সুনামগঞ্জে গ্রামবাসীর মানববন্ধন
- ‘দেশ পুনর্গঠনে তারেক রহমানের ৩১ দফার বিকল্প নেই’
- দুবলার চরে শুরু শুটকি মৌসুম, সাগরে নামছেন ১০ হাজার জেলে
- বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত–আহতদের পরিবারে ক্ষতিপূরণের চেক বিতরণ
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৭২৬
- ইউক্রেনকে তহবিল দিতে ইইউ’র রুশ সম্পদ ব্যবহারের পদক্ষেপ ব্যর্থ
- বাংলাদেশ থেকে প্রশিক্ষিত তিন হাজার কর্মী নেবে জাপান
অশান্ত বিশ্ববিদ্যালয়
ওদের আইনের আওতায় আনুন
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর