দেশের দুই পাবলিক বিশ্ববিদ্যালয় অশান্ত হয়ে উঠেছে হঠাৎ করেই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের হামলায় নিরাপত্তাহীন পরিস্থিতির উদ্ভব হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়ন উত্তোলনের শেষ দিনে রবিবার দফায় দফায় সংঘর্ষ বেধেছে। ছাত্রদল নির্বাচনে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটাধিকার দাবি করছে। এ নিয়ে বেধেছে পক্ষ-বিপক্ষের সমর্থকদের সংঘর্ষ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শনিবার রাতে তুচ্ছ ঘটনা নিয়ে শিক্ষার্থী এবং এলাকাবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় ক্যাম্পাস এলাকা। শনিবার রাত থেকে রবিবার বিকাল পর্যন্ত টানা সংঘর্ষে শিক্ষার্থীসহ আহত হয়েছেন তিন শতাধিক ব্যক্তি। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ নগরীর বিভিন্ন হাসপাতাল, ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয় এলাকায় ১৪৪ ধারা জারি করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন। বর্তমানে বিশ্ববিদ্যালয় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ ঘটনায় উসকানি দেওয়ার অভিযোগে বিএনপির কেন্দ্রীয় নেতা সাথী উদয় কুসুম বড়ুয়াকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সংঘর্ষের পর রবিবার বিকাল ৪টা থেকে ক্যাম্পাস এবং আশপাশে অভিযান শুরু করেছে যৌথ বাহিনী। উদ্ভূত পরিস্থিতিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সোমবারের পূর্বনির্ধারিত সব পরীক্ষা স্থগিত করা হয়। শনিবার রাত ১২টার দিকে ২ নম্বর গেটের একটি ভাড়া বাসায় প্রবেশ নিয়ে এক ছাত্রী ও দারোয়ানের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। দারোয়ান ওই শিক্ষার্থীকে শরীরিকভাবে হেনস্তা করেছেন এই গুজবে শিক্ষার্থী ও স্থানীয় লোকজনের মধ্যে শুরু হয় ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষ। এ সময় মাইকে এলাকাবাসীকে জড়ো করে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। নির্দয় হামলায় শত শত শিক্ষার্থী আহত হন। বিশ্ববিদ্যালয়সংলগ্ন এলাকায় আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধারে সেনাবাহিনী অভিযান চালায়। আইনশৃঙ্খলা রক্ষায় যৌথ বাহিনী মোতায়েন করা হয় এলাকাজুড়ে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রণক্ষেত্র সৃষ্টি হওয়া অপ্রত্যাশিত ও দুর্ভাগ্যজনক। দুই পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষে জড়িতদের আইনের আওতায় আনা হবে এমনটিই প্রত্যাশিত।
শিরোনাম
- দুই বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনায় ইবিতে ছাত্রদলের বিক্ষোভ
- বার্তা পরিষ্কার, জনগণ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে : আমীর খসরু
- নওগাঁয় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
- ফেব্রুয়ারি মাসেই নির্বাচন হবে : টুকু
- মোদি-শি-পুতিনের বৈঠকের পরই ভারতকে নিয়ে নতুন বার্তা দিলেন ট্রাম্প
- প্রতিবন্ধী শিশুদের মাঝে গাছের চারা বিতরণ
- পুতিনের সঙ্গে সাক্ষাৎ করলেন ইরানের প্রেসিডেন্ট
- চবি সংঘর্ষে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন মান্না
- দিনাজপুর সরকারি কলেজে ফরম ফি বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন
- মিয়ানমারের নির্বাচনে সমর্থন দিল ভারত
- আড়াই ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল শুরু
- নেদারল্যান্ডসকে ১০৩ রানে গুটিয়ে দিল বাংলাদেশ
- আফগানিস্তানে ত্রাণ সহায়তা দিতে টিম প্রস্তুত: ইউনিসেফ
- ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্র আন্দোলনের ইশতেহার ঘোষণা
- ভূমিকম্পে গুঁড়িয়ে গেছে আফগানিস্তানের বহু গ্রাম
- ডাকসু নির্বাচন ভন্ডুলের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা : ডিএমপি কমিশনার
- রংপুরে আগস্টে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি, প্রকৃতিতে রুক্ষভাব
- চারদিন বন্ধ থাকার পর মধ্যপাড়া খনিতে ফের পাথর উত্তোলন শুরু
- মোদিকে নিশানা করে আবারও আক্রমণাত্মক বক্তব্য ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টার
- সংস্কার দাবিতে ছাত্র আন্দোলনে উত্তাল ইন্দোনেশিয়া