Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
প্রকাশ : মঙ্গলবার, ৭ মে, ২০১৯ ০০:০০ টা
আপলোড : ৬ মে, ২০১৯ ২২:২২

রবীন্দ্রনাথের ওয়েব সিরিজে জয়া আহসান!

শোবিজ প্রতিবেদক

রবীন্দ্রনাথের ওয়েব সিরিজে জয়া আহসান!

চলচ্চিত্রের পর এবার সৃজিত মুখার্জির ওয়েব সিরিজে অভিনয় করতে যাচ্ছেন জয়া আহসান- এমনই একটি খবর ভাসছে শোবিজ অঙ্গনে। তবে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। জানা গেছে, লেখক  মোহাম্মদ নাজিম উদ্দিন রচিত ‘রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি’ থ্রিলার উপন্যাস অবলম্বনে ওয়েব সিরিজ নির্মাণের পরিকল্পনা করেছে কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান টিভিওয়ালা মিডিয়া। ইতিমধ্যে প্রতিষ্ঠানটি চলতি বছরের  ফেব্রুয়ারিতে উপন্যাসটির স্বত্ব কিনেও নিয়েছে। এই ওয়েব সিরিজটি নির্মাণের আগ্রহ প্রকাশ করেছেন কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জি। সে জন্য তিনি টিভিওয়ালা মিডিয়ার সঙ্গে ব্যক্তিগতভাবে  যোগাযোগও করেছেন। যদিও সৃজিতের এই প্রস্তাবের বিষয়টি নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে আসেনি টিভিওয়ালা মিডিয়া। উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র মুশকান জুবেরী। এ চরিত্রে অভিনয়ের জন্য দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের কথা ভাবা হচ্ছে। এটি নিয়ে সৃজিত কথা বলেছেন থ্রিলারটির লেখক নাজিম উদ্দিনের সঙ্গে। এ বিষয়ে নাজিম উদ্দিন বলেন, ‘আমার কাছে মুশকান জুবেরীর চরিত্রে কাকে নেওয়া যায়- জিজ্ঞাসা করেছিলেন সৃজিত মুখার্জি। আমি  কোনো রাখঢাক না রেখে জয়া আহসানের নাম প্রস্তাব করি। তার কাছেও মনে হয়েছে চরিত্রটির জন্য জয়াই মানানসই। বাকি চরিত্রগুলো সম্পর্কেও তিনি আমার পছন্দ জানতে চেয়েছিলেন, আমি বিনয়ের সঙ্গে তাকে প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলতে বলেছি। তবে জয়ার কাছে ওয়েব সিরিজে অভিনয়ের  কোনো প্রস্তাব আসেনি বলে জানান তিনি এবং বলেন প্রস্তাব  পেলে হয়তো ভেবে দেখব।


আপনার মন্তব্য