Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : শুক্রবার, ২১ জুন, ২০১৯ ০০:০০ টা
আপলোড : ২০ জুন, ২০১৯ ২৩:১০

ঢাকায় হলিউডের একসঙ্গে ৩ ছবি

শোবিজ প্রতিবেদক

ঢাকায় হলিউডের একসঙ্গে ৩ ছবি

হলিউডের তিনটি ছবি একসঙ্গে মুক্তি পাচ্ছে ঢাকায়। ছবিগুলো হলো- ‘মেন ইন ব্ল্যাক : ইন্টারন্যাশনাল’, ‘দ্য সিক্রেট লাইফ অব পেটস ২’ এবং ‘টয় স্টোরি ৪’। আজ ছবিগুলো মুক্তি পাবে স্টার সিনেপ্লেক্সে। তিনটি ছবিই দেখা যাবে রাজধানীর বসুন্ধরা সিটি ও সীমান্ত সম্ভারের হলগুলোতে। প্রায় সাত বছর পর পর্দায় দেখা যাবে সিরিজের চতুর্থ ফিল্ম ‘মেন ইন ব্ল্যাক : ইন্টারন্যাশনাল’। পরিচালক এফ. গ্যারি গ্রে। ‘এজেন্ট জে’ ও ‘এজেন্ট কে’ চরিত্রে অভিনয় করেছিলেন যথাক্রমে উইল স্মিথ ও অভিনেতা টমি লি জোনস। এদিকে ২০১৬ সালে মুক্তি পাওয়া অ্যানিমেশন ছবি ‘দ্য সিক্রেট লাইফ অব পেটস’ রাতারাতি ব্লকবাস্টারে পরিণত হওয়ার পর এবার মুক্তি পাচ্ছে ‘দ্য সিক্রেট লাইফ অব পেটস ২’। অন্যদিকে ৯ বছর পর পর্দায় আসছে ওয়াল্ট ডিজনি পিকচার্সের ‘টয় স্টোরি’ সিরিজের চতুর্থ কিস্তি ‘টয় স্টোরি ৪’।


আপনার মন্তব্য