চলচ্চিত্র ভুবনকে ঘিরে পুরাতন বছরের যত অপ্রাপ্তি দূরে ঠেলে নতুন বছরে পূর্ণতায় ভরে উঠবে এই অঙ্গন, এমন প্রত্যাশায় নতুন বছরে মুক্তি পেতে যাচ্ছে যত বিগ বাজেট আর তারকাসমৃদ্ধ ছবি। বছরের শুরুতেই ৭ জানুয়ারি প্রথম মুক্তি পাবে এম এ রহিম পরিচালিত ‘শান’ ছবিটি। এতে অভিনয় করেছেন সিয়াম, পূজা চেরী, চম্পা, অরুণা বিশ্বাস, তাসকিন রহমান, ডন প্রমুখ। ‘মিশন এক্সট্রিম’, নতুন বছরে মুক্তি পেতে যাওয়া এই ছবিটিতে অভিনয় করেছেন- আরিফিন শুভ, জান্নাতুল ফেরদৌস ঐশী, তাসকিন রহমান, নাবিলা, রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, ইরেশ যাকের, শহীদুজ্জামান সেলিম, শতাব্দী ওয়াদুদ, মিশা সওদাগর প্রমুখ। ছবিটি পরিচালনা করেছেন ফয়সাল আহমেদ। সোহানী হোসেন প্রযোজিত ও সুমন ওয়াজেদ পরিচালিত শাকিব খান, দর্শনা বণিক, শাহেদ শরীফ খান, ঝুনা চৌধুরী, অরুণা বিশ্বাস অভিনীত ‘অন্তরাত্মা’ ছবিটিও নতুন বছরে মুক্তির তারিখ অচিরেই ঘোষণা করা হবে বলে প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে। দীপংকর দীপন পরিচালিত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবিটিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, নুসরাত ফারিয়া, তানিয়া কবির, রোশান, রিয়াজ, তাসকিন রহমান, দর্শনা বণিক [কলকাতা], মানস বন্দ্যোপাধ্যায়, মনির খান শিমুল, রাইসুল ইসলাম আসাদ, আরমান পারভেজ মুরাদ, শতাব্দী ওয়াদুদ, নরেশ ভুঁইয়া, রওনক হাসান। ছবিটির প্রযোজনা সংস্থা জানায়, নতুন বছরে মুক্তির তারিখ শিগগিরই ঘোষণা করা হবে। বর্ষা, অনন্ত, এরতুগ্রুল সাকার, কবির দোহন সিং, তরুণ অরোরা, প্রদীপ রাওয়াত, ইলিয়াস কাঞ্চন, কাজী হায়াৎ অভিনীত দেশি-বিদেশি তারকাখচিত এবং অনন্ত জলিল পরিচালিত ‘নেত্রী দ্য লিডার’ ছবিটিও নতুন বছরে মুক্তি পাবে বলে জানায় মনসুন ফিল্মস। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘জিন’ ছবিটিতে অভিনয় করেছেন পূজা চেরী, রোশান, সজল। নাদের খান পরিচালিত এই ছবিটি নতুন বছরে মুক্তি দেওয়া হবে বলে জানান সংস্থার সিইও আলিমউল্লাহ খোকন। মোস্তাফিজুর রহমান মানিক জানান, নতুন বছরেই তার ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ এবং সাইমন ও মাহী অভিনীত ‘আনন্দ অশ্রু’ ছবি দুটি মুক্তি পাবে। এস এ হক অলিক পরিচালিত শাকিব খান, পূজা চেরী, আজিজুল হাকিম অভিনীত ‘গলুই’ ছবিটিও নতুন বছরে মুক্তি পাবে বলে জানান এ ছবির প্রযোজক খোরশেদ আলম খসরু। এ ছাড়া ‘প্রেম প্রীতির বন্ধন’, ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’, ‘বিদ্রোহী’, ‘পরাণ’, ‘ক্যাসিনো’, ‘বর্ডার’, ‘মানুষের বাগান’, ‘পেয়ারার সুবাস’, ‘বিউটি সার্কাস’, ‘কমান্ডো’, ‘সাইকো’, ‘সাহসী যোদ্ধা’, ‘তালাশ’, ‘লিডার আমিই বাংলাদেশ’ ছবিগুলোও নতুন বছরের দর্শকদের উপহার দেবেন নির্মাতারা বলে জানা গেছে।
শিরোনাম
- টাঙ্গাইলে এসইএফ-এর উদ্যোগে দুই শতাধিক শিক্ষার্থীকে বৃত্তি প্রদান
- নির্বাচনের প্রস্তুতি নিতে বলার পরই সংকট তৈরির নানা ষড়যন্ত্র শুরু : ফারুক
- আশ্রয়কেন্দ্রে হাসিনা বেগমের বোবাকান্না
- বিএনপি কোনো গুম-হত্যা-সন্ত্রাস প্রশ্রয় দেবে না : দুলু
- নরওয়ের কাছে ২.৬ বিলিয়ন ডলারের হেলিকপ্টার বিক্রি করছে যুক্তরাষ্ট্র
- ‘নির্বাচনের আগেই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বদ্ধপরিকর সরকার’
- নোয়াখালীতে ধীরগতিতে নামছে পানি, কয়েকটি গ্রামে বেড়েছে পানি
- লেনদেনের দ্বন্দ্বে ভাঙারি ব্যবসায়ীকে হত্যা : ডিএমপি
- চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা ফাহিমকে বহিষ্কার, আইনি ব্যবস্থা নেয়ার আহ্বান
- সম্পূর্ণ সত্য বললে চৌধুরী মামুনকে ক্ষমার বিষয়টি বিবেচনা করা হবে : ট্রাইব্যুনাল
- কিউবার প্রেসিডেন্টের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র
- ঢাকায় বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট
- মিটফোর্ডের ঘটনায় কিছু দল ফায়দা লোটার চেষ্টা করছে: রিজভী
- তিতাসে অজ্ঞাত যুবকের গলাকাটা লাশ উদ্ধার
- ফ্রান্সে ইলন মাস্কের এক্সের বিরুদ্ধে তদন্ত শুরু
- ঝিনাইদহে বিদেশি পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী ঘেনা গ্রেফতার
- টেকসই উন্নয়নের জন্য বিপুল পরিমাণে গাছ লাগাতে হবে: রিজওয়ানা হাসান
- আওয়ামী লীগ হচ্ছে পথভ্রষ্ট রাজনৈতিক দল: মঈন খান
- ভুক্তভোগীর পরিবারের ইচ্ছায় প্রকাশ্যে ধর্ষকের ফাঁসি কার্যকর
- নারায়ণগঞ্জে সরকারি হাসপাতালে জেলা পরিষদের ডেঙ্গু কিট প্রদান