চলচ্চিত্র ভুবনকে ঘিরে পুরাতন বছরের যত অপ্রাপ্তি দূরে ঠেলে নতুন বছরে পূর্ণতায় ভরে উঠবে এই অঙ্গন, এমন প্রত্যাশায় নতুন বছরে মুক্তি পেতে যাচ্ছে যত বিগ বাজেট আর তারকাসমৃদ্ধ ছবি। বছরের শুরুতেই ৭ জানুয়ারি প্রথম মুক্তি পাবে এম এ রহিম পরিচালিত ‘শান’ ছবিটি। এতে অভিনয় করেছেন সিয়াম, পূজা চেরী, চম্পা, অরুণা বিশ্বাস, তাসকিন রহমান, ডন প্রমুখ। ‘মিশন এক্সট্রিম’, নতুন বছরে মুক্তি পেতে যাওয়া এই ছবিটিতে অভিনয় করেছেন- আরিফিন শুভ, জান্নাতুল ফেরদৌস ঐশী, তাসকিন রহমান, নাবিলা, রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, ইরেশ যাকের, শহীদুজ্জামান সেলিম, শতাব্দী ওয়াদুদ, মিশা সওদাগর প্রমুখ। ছবিটি পরিচালনা করেছেন ফয়সাল আহমেদ। সোহানী হোসেন প্রযোজিত ও সুমন ওয়াজেদ পরিচালিত শাকিব খান, দর্শনা বণিক, শাহেদ শরীফ খান, ঝুনা চৌধুরী, অরুণা বিশ্বাস অভিনীত ‘অন্তরাত্মা’ ছবিটিও নতুন বছরে মুক্তির তারিখ অচিরেই ঘোষণা করা হবে বলে প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে। দীপংকর দীপন পরিচালিত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবিটিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, নুসরাত ফারিয়া, তানিয়া কবির, রোশান, রিয়াজ, তাসকিন রহমান, দর্শনা বণিক [কলকাতা], মানস বন্দ্যোপাধ্যায়, মনির খান শিমুল, রাইসুল ইসলাম আসাদ, আরমান পারভেজ মুরাদ, শতাব্দী ওয়াদুদ, নরেশ ভুঁইয়া, রওনক হাসান। ছবিটির প্রযোজনা সংস্থা জানায়, নতুন বছরে মুক্তির তারিখ শিগগিরই ঘোষণা করা হবে। বর্ষা, অনন্ত, এরতুগ্রুল সাকার, কবির দোহন সিং, তরুণ অরোরা, প্রদীপ রাওয়াত, ইলিয়াস কাঞ্চন, কাজী হায়াৎ অভিনীত দেশি-বিদেশি তারকাখচিত এবং অনন্ত জলিল পরিচালিত ‘নেত্রী দ্য লিডার’ ছবিটিও নতুন বছরে মুক্তি পাবে বলে জানায় মনসুন ফিল্মস। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘জিন’ ছবিটিতে অভিনয় করেছেন পূজা চেরী, রোশান, সজল। নাদের খান পরিচালিত এই ছবিটি নতুন বছরে মুক্তি দেওয়া হবে বলে জানান সংস্থার সিইও আলিমউল্লাহ খোকন। মোস্তাফিজুর রহমান মানিক জানান, নতুন বছরেই তার ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ এবং সাইমন ও মাহী অভিনীত ‘আনন্দ অশ্রু’ ছবি দুটি মুক্তি পাবে। এস এ হক অলিক পরিচালিত শাকিব খান, পূজা চেরী, আজিজুল হাকিম অভিনীত ‘গলুই’ ছবিটিও নতুন বছরে মুক্তি পাবে বলে জানান এ ছবির প্রযোজক খোরশেদ আলম খসরু। এ ছাড়া ‘প্রেম প্রীতির বন্ধন’, ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’, ‘বিদ্রোহী’, ‘পরাণ’, ‘ক্যাসিনো’, ‘বর্ডার’, ‘মানুষের বাগান’, ‘পেয়ারার সুবাস’, ‘বিউটি সার্কাস’, ‘কমান্ডো’, ‘সাইকো’, ‘সাহসী যোদ্ধা’, ‘তালাশ’, ‘লিডার আমিই বাংলাদেশ’ ছবিগুলোও নতুন বছরের দর্শকদের উপহার দেবেন নির্মাতারা বলে জানা গেছে।
শিরোনাম
- ফেলানীর ছোট ভাইকে চাকরি দিলো বিজিবি
- সৌদি সফর শেষে যুক্তরাজ্য যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
- খাগড়াছড়ির পাহাড়ে পূজার আমেজ, প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা
- ব্রাহ্মণবাড়িয়ায় মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত
- শারদীয় দুর্গোৎসবে সারা’র আয়োজন
- বাংলাদেশ থেকেও দেখা যাবে ‘এইচবিও ম্যাক্স’
- শিক্ষার্থীদের ইন্টারনেট আসক্তি ও বই পড়ার আগ্রহ বিষয়ে ফকিরহাটে শুভসংঘের আলোচনা সভা
- স্ন্যাপচ্যাটে নতুন দুই ফিচার চালু
- সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা
- যশোরে কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক
- বাজারে এলো সাশ্রয়ী মূল্যের ‘আকিজ ড্রিংকিং ওয়াটার’
- ৫ দিনের রিমান্ডে স্বাস্থ্যের ঠিকাদার মিঠু
- লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৬ বাংলাদেশি
- উখিয়ায় বন্যহাতির রহস্যজনক মৃত্যু
- যুক্তরাষ্ট্রে দ্বীপে চীনের ‘গুয়াম কিলার’ আতঙ্ক
- বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিতে নতুন বাহিনী ‘এয়ার গার্ড’
- মোংলায় ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক
- হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে বদলাবে গ্রুপ চ্যাটের ধরণ
- বাংলাদেশি সমর্থকরা শ্রীলঙ্কার জয়ের অপেক্ষায় রয়েছে : শানাকা
- গাজায় ইসরায়েলি বর্বরতা, নিহত ছাড়াল ৬৫ হাজার