চলচ্চিত্র ভুবনকে ঘিরে পুরাতন বছরের যত অপ্রাপ্তি দূরে ঠেলে নতুন বছরে পূর্ণতায় ভরে উঠবে এই অঙ্গন, এমন প্রত্যাশায় নতুন বছরে মুক্তি পেতে যাচ্ছে যত বিগ বাজেট আর তারকাসমৃদ্ধ ছবি। বছরের শুরুতেই ৭ জানুয়ারি প্রথম মুক্তি পাবে এম এ রহিম পরিচালিত ‘শান’ ছবিটি। এতে অভিনয় করেছেন সিয়াম, পূজা চেরী, চম্পা, অরুণা বিশ্বাস, তাসকিন রহমান, ডন প্রমুখ। ‘মিশন এক্সট্রিম’, নতুন বছরে মুক্তি পেতে যাওয়া এই ছবিটিতে অভিনয় করেছেন- আরিফিন শুভ, জান্নাতুল ফেরদৌস ঐশী, তাসকিন রহমান, নাবিলা, রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, ইরেশ যাকের, শহীদুজ্জামান সেলিম, শতাব্দী ওয়াদুদ, মিশা সওদাগর প্রমুখ। ছবিটি পরিচালনা করেছেন ফয়সাল আহমেদ। সোহানী হোসেন প্রযোজিত ও সুমন ওয়াজেদ পরিচালিত শাকিব খান, দর্শনা বণিক, শাহেদ শরীফ খান, ঝুনা চৌধুরী, অরুণা বিশ্বাস অভিনীত ‘অন্তরাত্মা’ ছবিটিও নতুন বছরে মুক্তির তারিখ অচিরেই ঘোষণা করা হবে বলে প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে। দীপংকর দীপন পরিচালিত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবিটিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, নুসরাত ফারিয়া, তানিয়া কবির, রোশান, রিয়াজ, তাসকিন রহমান, দর্শনা বণিক [কলকাতা], মানস বন্দ্যোপাধ্যায়, মনির খান শিমুল, রাইসুল ইসলাম আসাদ, আরমান পারভেজ মুরাদ, শতাব্দী ওয়াদুদ, নরেশ ভুঁইয়া, রওনক হাসান। ছবিটির প্রযোজনা সংস্থা জানায়, নতুন বছরে মুক্তির তারিখ শিগগিরই ঘোষণা করা হবে। বর্ষা, অনন্ত, এরতুগ্রুল সাকার, কবির দোহন সিং, তরুণ অরোরা, প্রদীপ রাওয়াত, ইলিয়াস কাঞ্চন, কাজী হায়াৎ অভিনীত দেশি-বিদেশি তারকাখচিত এবং অনন্ত জলিল পরিচালিত ‘নেত্রী দ্য লিডার’ ছবিটিও নতুন বছরে মুক্তি পাবে বলে জানায় মনসুন ফিল্মস। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘জিন’ ছবিটিতে অভিনয় করেছেন পূজা চেরী, রোশান, সজল। নাদের খান পরিচালিত এই ছবিটি নতুন বছরে মুক্তি দেওয়া হবে বলে জানান সংস্থার সিইও আলিমউল্লাহ খোকন। মোস্তাফিজুর রহমান মানিক জানান, নতুন বছরেই তার ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ এবং সাইমন ও মাহী অভিনীত ‘আনন্দ অশ্রু’ ছবি দুটি মুক্তি পাবে। এস এ হক অলিক পরিচালিত শাকিব খান, পূজা চেরী, আজিজুল হাকিম অভিনীত ‘গলুই’ ছবিটিও নতুন বছরে মুক্তি পাবে বলে জানান এ ছবির প্রযোজক খোরশেদ আলম খসরু। এ ছাড়া ‘প্রেম প্রীতির বন্ধন’, ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’, ‘বিদ্রোহী’, ‘পরাণ’, ‘ক্যাসিনো’, ‘বর্ডার’, ‘মানুষের বাগান’, ‘পেয়ারার সুবাস’, ‘বিউটি সার্কাস’, ‘কমান্ডো’, ‘সাইকো’, ‘সাহসী যোদ্ধা’, ‘তালাশ’, ‘লিডার আমিই বাংলাদেশ’ ছবিগুলোও নতুন বছরের দর্শকদের উপহার দেবেন নির্মাতারা বলে জানা গেছে।
শিরোনাম
- ট্রুডো–কেটি পেরি'র প্রেম নিয়ে সাবেক স্ত্রী সোফির খোলামেলা মন্তব্য
- মুশফিকের শততম টেস্ট উদযাপনে যেসব আয়োজন করেছে বিসিবি
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
নতুন বছরে তারকাবহুল যত ছবি
আলাউদ্দীন মাজিদ
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর