ছোটপর্দার বড় তারকা জিয়াউল ফারুক অপূর্ব। দীর্ঘ ক্যারিয়ারে নিজস্ব অভিনয়দক্ষতায় এ তারকা মুগ্ধতা ছড়িয়েছেন বিজ্ঞাপন, ছোটপর্দা, ওটিটি আর সিনেমায়। এপারের গণ্ডি ছাড়িয়ে সম্প্রতি কাজ করছেন ওপার বাংলায়ও। জনপ্রিয় এ অভিনেতা নতুন ওয়েব ফিল্ম ‘হাউ সুইট’ করছেন। তাঁর সঙ্গে সাম্প্রতিক বিভিন্ন বিষয়ে কথা বলেছেন- পান্থ আফজাল
ওয়েব ফিল্ম ‘হাউ সুইট’-এ আপনার চরিত্র কী ধরনের?
ওয়েব ফিল্মে আমি একজন ডাক্তারের চরিত্রে অভিনয় করি। যে খুবই রোমান্টিক থাকে। যার জন্য ভালোও হবে আবার ঝামেলাও হবে। এমনই একটি মিষ্টি গল্প নিয়ে নির্মিত হচ্ছে এটি।
গল্পটা কী ধরনের?
গল্পটা হবে ভালোবাসা নিয়ে। আর ভালোবাসা আসলে আধ্যাত্মিক একটা ব্যাপার। কেন ভালোবাসা তৈরি হয় হিসাব কষে যদি সেটা বলে দেওয়া যায়, তাহলে ওটা আসলে ভালোবাসা নয়।
অপূর্বর কাছে ভালোবাসাটা তাহলে কেমন?
আগেই বলেছি যে আমার কাছে তো ভালোবাসা জাগতিক কোনো ব্যাপার নয়, বিষয়টা পুরোপুরি আধ্যাত্মিক।
ফিল্মটির নাম ‘হাউ সুইট’! নাম নিয়ে কোনো রহস্য রয়েছে?
একটা ওয়েব ফিল্মের নাম ‘হাউ সুইট’ সিলেক্ট করা, এটার মধ্যেই কিন্তু অনেক ক্রিয়েটিভিটি আছে, আর সেই ক্রিয়েটিভিটিটা অমির। ওর ওপর আমার পূর্ণ আস্থা আছে। আমি জানি অমি ভালো কিছুই করবে। আর আমরা সর্বাত্মক ভালো কিছু করার চেষ্টা করে যাব, ফারিণের ওপর আস্থা আছে। আর অমি হলো এ জার্নির ক্যাপ্টেন। এ ছাড়া যতটা জানলাম আরও যারা অভিনয় করছেন তারা সবাই খুবই দুর্দান্ত। তাই বলাই যায় ভালো কিছু আসছে।
সহঅভিনেত্রী হিসেবে ফারিণ সম্পর্কে কী বলবেন?
তাসনিয়া ফারিণের সঙ্গেও আমার অনেক কাজ হয়েছে। ও দুর্দান্ত একজন অভিনেত্রী। কাজের অভিজ্ঞতা সব সময় খুব ভালো। ফারিণও এখন খুব জনপ্রিয়, তাঁকে নিয়ে কোথাও গেলে ভিড় সামলাতে হিমশিম খেতে হয়। সব মিলিয়ে বলতে পারি, ব্যতিক্রমী কাজ এটি।
ওটিটি, ছোটপর্দা আর সিনেমায় আপনার কাজগুলো মানুষ দেখেছে। তাদের রেসপন্স নিয়ে আপনার অভিমত কী?
মানুষের নিঃস্বার্থ ভালোবাসাটা শুরু থেকেই পেয়ে এসেছি। এখন পর্যন্ত এর কোনো ব্যতিক্রম হয়নি। অনেক ভুলত্রুটি করি, তারপরও সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দর্শক-ভক্তরা দেখেন এবং আমাকে সাদরে গ্রহণ করেন। এটা আমার জন্য বড় একটা পাওয়া। এ জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ। সেই কৃতজ্ঞতাবোধের জায়গা থেকে আসলে ভালো কিছু কাজ করার চেষ্টা করি। সামনে আরও ভালো কিছু করব, সেই চেষ্টাটাও থাকবে আজীবন।
মাঝে অমির সঙ্গে দীর্ঘদিন কাজ হয়নি...
অমির সঙ্গে এর আগে আমার অনেক কাজ হয়েছে। মাঝে প্রায় ৫ বছরের মতো আমরা একসঙ্গে কোনো কাজ করিনি। এবার আবারও কাজের সুযোগ এসেছে। আশা করছি ভালো কিছু দর্শকদের উপহার দিতে পারব। কারণ অমি এখন পরিণত একজন পরিচালক। তাঁর নিজের দর্শক রয়েছে। যাদের ভালো কাজ উপহার দেওয়ার জন্য নিজের সর্বোচ্চ উজাড় করে দেন তিনি। সেই বিশ্বাস থেকে বলতে পারি, ভালো কিছু আসছে।