অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা নিজেকে মূলত উন্নয়নকর্মী বলেই দাবি করলেন। এ কারণেই অভিনয় নিয়ে দীর্ঘমেয়াদি বা বড় কোনো পরিকল্পনা করার সুযোগ পান না বলে জানিয়েছেন এই তারকা। মিথিলা বলেন, অনেকেই জানেন আমি একজন উন্নয়নকর্মী। এটা আমার ফুলটাইম চাকরি। সেখানে আমাকে বেশি সময় দিতে হয়। পাশাপাশি অভিনয় করি। তাই অভিনয় নিয়ে বড় কোনো পরিকল্পনা করতে পারি না। সাম্প্রতিক কাজ নিয়েও কথা বলেন তিনি। মিথিলা জানান, সম্প্রতি দীপ্ত টেলিভিশনের একটি ট্যালেন্ট শো-এর কাজ শেষ করেছি, যেখানে আমি বিচারক হিসেবে ছিলাম। এই শোয়ের মাধ্যমে আমরা কিছু নতুন মুখ পেয়েছি। তিনি আরও বলেন, ভবিষ্যতে ভালো প্রস্তাব পেলে অবশ্যই অভিনয় করব।