'রাগিনি এমএমএস টু'-এর পরিচালক ভূষণ পটেল তৈরি করতে চলেছেন আরেকটি ভূতের ছবি। তবে এ ছবিতে সানি নয়, ভূত হচ্ছেন অদিতি রাও হায়দরি।
ভূষণ বলেন, আমার নতুন ছবি হরক্স নয়। এটা রোমান্টিক ভয়ের ছবি। ঠিক আমার প্রথম ছবি ১৯২০–এর মতো। যেখানে প্রেম থাকবে, প্রতিশোধ থাকবে আর থাকবে ভূত।
অদিতি প্রসঙ্গে ভূষণ জানান, আমার নতুন ছবি অভিনয়কেন্দ্রিক। তাই সানি নয়, অদিতিই হবেন এই ছবির নায়িকা। ইতোমধ্যে নতুন ছবির চিত্রনাট্য লেখা শেষ হয়েছে। এখন চলছে অভিনেতা-অভিনেত্রী নির্বাচন। চলতি বছরের মে মাস থেকেই শুরু হবে ছবিটির শ্যুটিং৷ এই ছবিটিও প্রযোজনা করবেন একতা কাপুর।