আজ অভিনেত্রী পারভীন সুলতানা দিতির জন্মদিন। রাত ১২টায় মেয়ে লামিয়ার সঙ্গে কেক কেটে জন্মদিন পালন করবেন দিতি। আর আজ সকাল ১০টা ২০ মিনিটে পলাশ মাহবুবের প্রযোজনায় 'আলাপ' অনুষ্ঠানে সরাসরি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তিনি। সেখানে ভক্তদের সঙ্গে কথা বলবেন দিতি। এর পরপরই তিনি সেখান থেকে চলে যাবেন অনন্য রুমা প্রযোজিত চ্যানেল আইয়ের 'সিটিসেল তারকা কথন' অনুষ্ঠানে। এই অনুষ্ঠানটি শুরু হবে দুপুর ১২টা ৩০ মিনিটে। আজকের অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন মৌসুমী বড়ুয়া। দিতি জানান, আজ তেমন কোনো অনুষ্ঠান না থাকলেও দুটি লাইভ রয়েছে। শো করে সারাদিন বাসাতেই থাকব। স্বজনদের সময় দেব।