নতুন অ্যালবামের কাজ কতদূর?
গান বাছাইয়ের কাজ শেষ। অ্যালবামটিতে ১০টি গান থাকবে। মায়ের সঙ্গেও একটি গান থাকবে। আর এটি আমার দ্বিতীয় একক অ্যালবাম।
আপনার আগের অ্যালবামগুলো নিয়ে কিছু বলুন?
আমার প্রথম অ্যালবাম বেরিয়েছে মায়ের সঙ্গে। 'প্রতিচ্ছবি' নামে সে অ্যালবামটি ২০০৬ সালে বাজারে আসে। এরপর দ্বিতীয় অ্যালবাম 'ফালগুনী হাওয়া' বাজারে আসে। ২০১১ সালে প্রকাশ হয় 'রাগ অনুরাগ' নামে একটি অ্যালবাম। এ অ্যালবামটির পাঁচটি গান আছে আমার কণ্ঠে ও পাঁচটি ভিন্ন রাগের সেতার বাজিয়েছেন খালাতো বোন রিনাত ফৌজিয়া।
চলচ্চিত্রে গানের কি অবস্থা?
আমি এরই মধ্যে বেশ কয়েকটি চলচ্চিত্রে প্লেব্যাক করেছি। তার মধ্যে রয়েছে, 'ভালোবাসার তাজমহল, দাদির মায়া, গুড বাই মাই লাভ ও বাবার আদর। সিনেমার গানে নিয়মিত হতে চাই আমি।
স্টেজ শো লাইভ কেমন চলছে?
আমি এরই মধ্যে ঢাকা ও ঢাকার বাইরে বেশ কয়েকটি স্টেজ শো করে এলাম। শ্রোতারা আমার গানগুলো অনেক পছন্দ করেছেন। এ ছাড়া আগামী মাসে মোহনা টিভিতে একটি লাইভ শো করার কথা আছে।
আপনার সংগীত জীবনে মায়ের অনুপ্রেরণা কতখানি?
আমার সংগীত জীবনের সবজুড়েই আছে আমার মা। তার অনুপ্রেবণা ছাড়া আমি কখনো গান করতে পারতাম না। বর্তমানে মা আমেরিকায় আছেন কিন্তু প্রতিদিন ফোন করে আমার নতুন অ্যালবামের খবর নেন। আমার প্রতিটি অ্যালবামে মিশে আছে তার পরশ।
কিন্তু আমরা জানি আপনি বড় হয়েছেন আপনার নানা-নানীর কাছে?
হ্যাঁ, আমি বড় হয়েছি নানা-নানীর কাছে। নানী আমাকে মায়ের মতোই আদর করতেন। তাকে আমি 'আম্মা' বলে ডাকতাম। আর মা'কে ডাকতাম 'আম্মু' বলে। মায়ের ব্যস্ততায় তাকে সবসময় কাছে পাওয়া যেত না। তাই নানীর ভীষণ আদর আমার সঙ্গে ছিল সবসময়। ছোটবেলায় মায়ের গান শুনেছি অনেক। নিজের গান গাওয়ার ইচ্ছাটা অবশ্য বড় হওয়ার পরেই জন্মেছে। অনিল কুমার সাহা আমার গানের শিক্ষক আর মা তো আছেনই। ভুল কিছু হয়ে থাকলে শুধরে দেন তাৎক্ষণিক।'
- আলী আফতাব