বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে বিদায় নিলেন পীযূষ বন্দ্যোপাধ্যায়। ১৭ এপ্রিল তার দুই বছর চুক্তিভিত্তিক মেয়াদ শেষ হয়। পীযূষ বন্দ্যোপাধ্যায় বলেন, মেয়াদ শেষ হওয়ার দিন আমি সরকারের কাছে আমার দায়িত্ব বুঝিয়ে দিয়েছি। এখন সরকার আমার দায়িত্বের মেয়াদ বাড়াবেন কি-না জানি না। এদিকে চলচ্চিত্র সংগঠনের নেতা ও চলচ্চিত্রকাররা এখন একজন দক্ষ সাংস্কৃতিক কর্মীকে এ সংস্থার এমডি পদে নিয়োগ দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন। এদিকে বৃহস্পতিবার তথ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব হারুনুর রশীদকে ভারপ্রাপ্ত এমডি হিসেবে এফডিসিতে নিয়োগ দিয়েছে সরকার।