একসময় চলচ্চিত্রের কাজে ব্যস্ত থাকায় তখন নাটক কিংবা টেলিফিল্মে কাজের প্রস্তাব পেলেও আমিন খান সময় দিতে পারেননি। তবে এখন চলচ্চিত্রে আগের চেয়ে ব্যস্ততা কম থাকায় ভালো গল্পের নাটক কিংবা টেলিফিল্মে কাজের সুযোগ হাতছাড়া করেন না তিনি। বলা যায়, নিয়মিতই ছোটপর্দায় আসছেন আমিন। এ ধারাবাহিকতায় বর্তমানে তিনি অভিনয় করছেন হাবিব জাকারিয়া উল্লাসের রচনা ও অনন্য ইমনের পরিচালনায় 'ওশান ব্লু' নাটকে। নাটকে তার বিপরীতে অভিনয় করেছেন শারমীন জোহা শশী। নাটকের গল্পে দেখা যাবে, দুজনেরই পারিবারিকভাবে বিয়ের পরিকল্পনা করা হয়। কিন্তু দুজনই পরিবার থেকে পালিয়ে গিয়ে এক জায়গায় মুখোমুখি হন নতুন পরিচয়ে। কক্সবাজারে শুটিং চলছে। শুটিংয়ের সময় এভাবেই ক্যামেরাবন্দী হন দুজন।