লাকী আখন্দকে সুরের স্রষ্টা বলা হয়। অসংখ্য কালজয়ী গানের স্রষ্টা তিনি। 'যেখানে সীমান্ত তোমার', 'কবিতা পড়ার প্রহর', 'আমায় ডেকো না', 'আগে যদি জানতাম' গানগুলো তাকে অনন্তকাল বাঁচিয়ে রাখবে। এই সুরস্রষ্টা এবার গান করতে যাচ্ছেন আসিফ আকবরের জন্য। আসিফের নতুন একক অ্যালবাম 'নূরজাহান'র জন্য চারটি গান তৈরি করছেন তিনি। আসিফ বলেন, 'আমি চাইছি খুবই সমৃদ্ধ একটি অ্যালবাম করতে। আর এ যাত্রায় লাকী আখন্দের মতো একজন জাদুকরের গান পেয়ে ভালো লাগছে।' আসছে ঈদে আর্ব এন্টারটেইনমেন্ট থেকে বাজারে আসবে 'নূরজাহান' অ্যালবামটি। আসিফের ২৯তম অ্যালবাম ছিল 'এক্স-প্রেম'।