সম্প্রতি বলিউডে অনেক ছবিই হিট হয়েছে আইটেম গানের কৃপায়। কারিনা, ক্যাটরিনা, প্রিয়াঙ্কাসহ বলিউডের শীর্ষ অভিনেত্রীরা এরই মধ্যে আইটেম গানের মাধ্যমে দর্শক মাতিয়েছেন। বলিউডে এখন আইটেম গান নিয়মিত এক বিষয়ে পরিণত হয়েছে। নতুন খবর হচ্ছে- এবার আইটেম গান দিয়ে দর্শক হৃদয়ে কাঁপন তুলতে আসছেন প্রীতি জিনতা। গত কয়েক বছর অভিনয়ে অনেক কম পাওয়া যাচ্ছে তাকে। বলিউডে প্রীতির পড়তি সময় এটা- এমনটাই বলছেন বলিউড-সংশ্লিষ্টরা। ঠিক এই পড়তি সময়েই চমক নিয়ে আসছেন প্রীতি। নাম না ঠিক হওয়া ছবিটি পরিচালনা করছেন ফারহান আক্তার। হঠাৎ আইটেম গানে প্রীতির এই ফেরা নিয়ে বেশ আলোচনা তৈরি হয়েছে।