দুই বছর প্রেমের পর এবার প্রেমিকা লেডি গাগাকে বিয়ের প্রস্তাব দেওয়ার কথা ভাবছেন অভিনেতা টেইলর কিনে। প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য খুবই আগ্রহের সঙ্গে সঠিক সময়ের অপেক্ষা করছেন কিনে। তবে এখনো প্রেমিকার জন্য মনের মতো আংটি খুঁজে পাননি তিনি। কয়েক মাস ধরে গাগার জন্য আংটি খুঁজছেন কিনে। তিনি এমন একটি আংটি চাচ্ছেন, যা গাগার ব্যক্তিত্বের সঙ্গে খাপ খায়। পেশাগত জীবনে উদ্ভট পোশাক ও আচরণের জন্য আলোচিত হলেও ব্যক্তিগত জীবনে লেডি গাগা খুবই সাধারণ এবং গতানুগতিক একজন মানুষ। বিষয়টি মাথায় রেখেই বিশেষ প্রস্তাবটি দিতে চান কিনে। সুখী বিবাহিত জীবনে বিশ্বাস করেন তিনি।