বরেণ্য সংগীতশিল্পী বশির আহমেদ আর নেই। শনিবার রাতে ৭৫ বছর বয়সে তিনি নিজ বাসভবনে ইন্তেকাল করেন ( ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন )।
কত আশা ছিল মনে, কত আশা ছিল... । প্রেমের এক নাম জীবন, জীবন মানেই আনন্দ ভালবাসা... । সজনী গো ভালবেসে এত জ্বালা কেন বল না... । এমনই সব অসাধারণ গান গেয়েছেন বাংলাদেশের সঙ্গীত জগতের কিংবদন্তি এই শিল্পী ।
১৯৪০ সালে কলকাতায় এক সওদাগর পরিবারে তাঁর জন্ম। মা’র কাছে ঘুম পাড়ানি গান শুনে শুনেই প্রথম গানে আগ্রহ তৈরি হয়। চলচ্চিত্রে তাঁর প্রচুর গান এখনও শ্রোতাদের কাছে সমাদৃত।
বশির আহমেদ তৎকালীন পূর্ব পাকিস্তানের (বাংলাদেশ) আহমেদ রুশিদি নামে পরিচিত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী মীনা বশির এবং দুই সন্তান হুমায়রা বশির ও রাজা বশিরকে রেখে যান।