প্রসেনজিৎকে এবার ভূপেন হাজারিকার চরিত্রে দেখা যাবে। লালন ফকির, অ্যান্টনি ফিরিঙ্গির পর এই সঙ্গীত শিল্পীর ভূমিকায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। 'রুদালি'-র পরিচালক কল্পনা লাজমি তৈরি করছেন ছবিটি।
'রুদালি'-তেই শোনা গিয়েছিল ভূপেন হাজারিকার সেই বিখ্যাত গান 'দিল হুম হুম করে'। কল্পনা লাজমির ছবিতেই এবার দেখা যাবে ভূপেন হাজারিকার চরিত্রকে, যে চরিত্রে অভিনয় করবেন প্রসেনজিৎ।
বাংলা, অসমিয়া, ইংরেজি ও হিন্দি- চারটি ভাষায় তৈরি হবে ছবিটি।