৪৫০ জন অমিতাভ বচ্চন এবর ভারতের লোকসভা নির্বাচনে ভোট দিচ্ছেন। আর ৩০ জন ভোটারের নাম শাহরুখ খান। শতাধিক ভোটারের নাম অক্ষয় কুমারও রয়েছে। রাজেশ খান্না ও আমির খানও রয়েছেন শতাধিক। অভিনেতা ঋত্বিক রোশন ছাড়াও আরেকজন ঋত্বিক রোশন পাওয়া গেছে কর্নাটকে। রয়েছেন স্পাইডারম্যান নামের ভোটারও।
ভারতের নির্বাচন কমিশন জানিয়েছে, দেশের চলমান লোকসভা নির্বাচনের ভোটার তালিকায় ভোটার তথা নাগরিকদের নাম হিসেবে নথিভুক্ত হয়েছে বলিউডের চরিত্রগুলোই। চরিত্রগুলো সত্যি জীবন্ত হয়ে উঠেছে ভোটার কার্ডে। এদের অনেকেই এরই মধ্যে ভোট দিয়েছেন। কেউবা কয়েক সপ্তাহের মধ্যে ভোট দেবেন। এ ঘটনা গিনেস বুক অব রেকর্ডসে উঠতে চলেছে। কারণ এ রেকর্ড হলিউডেরও নেই।
নির্বাচন কমিশন জানায়, ভারতের ২৪টি রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলে ৪৫০ জন অমিতাভ বচ্চন বসবাস করছেন। অমিতাভ বচ্চন নামের ৪৫০ জন ভোটারের বাবার পদবি (জীবিত বা মৃত) বচ্চন নয়। এদের কারও বাবার পদবি সিং, হুড়া, যাদব, রেড্ডি, সোরেন, রামালু, পট্টনায়েক, দাস বা চামলিং। বিচিত্র ভারতে ৭ হাজার ৪০ জন ভোটারের নাম গব্বর সিং। শোলের ভিলেনের নামের সঙ্গে ইচ্ছা বা অনিচ্ছায় মিল রয়েছে, এমন ভোটারের বয়স ২০ থেকে ৭০-এর মধ্যে। এর মধ্যে এমন ৪৫ জন গব্বর সিংয়ের বাবার নাম হরি সিং- যেমন ছিল সিনেমায়। শোলের বাকি চরিত্রগুলো যেমন জয়, বীরু, বাসন্তি নামের ভোটার রয়েছেন দেশে কয়েক লাখ।
হরিয়ানার কারনালে মিস্টার ইন্ডিয়া নামে এক যুবক ভোটার আছেন। তার কোনো পদবি নেই। বাবার নাম ধরমবীর সিং। তিনি চতুর্থ শ্রেণীর সরকারি চাকরিও পেয়েছেন মিস্টার ইন্ডিয়া নামেই। অমরেশ পুরি নামের ভোটারও রয়েছেন কয়েকশ’। এদের বেশিরভাগই প্রবীণ নাগরিক।