মিকা সিং গানের জন্য যতটা না খ্যাত তার চেয়েও বেশি বিতর্কে। ড্রামা কুইন রাখী সাওয়ান্তকে সকলের সামনে চুমু খেয়ে বিতর্কের ঝড় তুলেছিলেন বলিউডে। তা সে অনেক দিনের কথা। সে ঘটনায় ছাই পড়তে না পড়তেই আরও একবার চুমু বিতর্কে জড়ালেন মিকা।
আপকামিং ছবি 'পুরানি জিন্স' ছবির ব্রাজিলিয়ান নায়িকা ইসাবেলা লেইটকে সকলেই সামনে অবলীলায় চুমু খেয়ে নিলেন মিকা। তবে খুশির খবর এবারে আর আগের মতো ভুল করেননি মিকা, ইসাবেলার থেকে অনুমতি নিয়েই তার গালে দিলেন ছোট্ট 'কিস'। যদিও ইসাবেলার শর্ত ছিল এর ফলে যাতে তাকে লজ্জায় না পড়তে হয়। ইসাবেলাকে লজ্জায় পড়তে হয়েছে কিনা জানা নেই তবে এই বিষয় নিয়েই একটা বড় রকমের গুঞ্জন শুরু হয়েছে।
মুম্বাইয়ের 'হোটেল হার্ড রক ক্যাফে'তে এক মিউজিক্যাল শো চলাকালীন এই চুমু কান্ডটি ঘটিয়ে ফেলেন এই পপ কিং। যদিও উঠতি এই নায়িকাকে নিয়েও গসিপের শেষ নেই। আনুশকার আগে বিরাট কোহলির প্রমিকা ছিলেন ইসাবেলা। সেটা তিনি নিজেই স্বীকার করেছেন। এছাড়াও অভিনেতা সিদ্ধার্থ মলহোত্রার সঙ্গেও একই ডিনার টেবিলে দেখা গিয়েছিল ব্রিজিলিয়ান এই সুন্দরীকে।