জনপ্রিয় কমেডি মুভি 'হাউসফুল' সিরিজের তৃতীয় সিকুয়াল 'হাউসফুল ৩' তে অভিনয়ের সম্ভাবনা রয়েছে জ্যাকুলিন ফার্নান্দেজের। অক্ষয় কুমার, রিতেশ দেশমুখ ও অভিষেক বচ্চনের সঙ্গে এ মুভিতে তিনি যোগ দিতে পারেন বলে জানা যায়।
সাজিদ খানের পরিচালনায় হাউসফুল সিরিজের প্রথম মুভি 'হাউসফুল'-এর মূল চরিত্রে অভিনয় করেন অক্ষয় কুমার, রিতেশ, দীপিকা, অর্জুন রামপাল ও লারা দত্ত।
'হাউসফুল ৩' মুভিতে অক্ষয়, রিতেশ ও অভিষেক থাকছেন বলে নিশ্চিত হওয়া গেছে। জ্যাকুলিনের সঙ্গে কথাবার্তা চলছে বলে জানা যায়। তবে তিনি অভিনয় করছেন কিনা তা এখনো নিশ্চিত নয়। জ্যাকুলিন ছাড়াও এতে আরো ২ জন শীর্ষস্থানীয় নায়িকা থাকবেন বলে একটি সূত্র পিটিআইকে জানিয়েছে। এ বছরের শেষ দিকে 'হাউসফুল ৩' মুভির কাজ শুরু হবে বলে সূত্র জানায়।