নতুন বাড়ি কিনে বেশ খোস মেজাজেই আছেন কারণ জোহর। কিন্তু মাথায় একটা চিন্তা ছিল, কে সাজাবে এই বাড়ি? তবে আপাতত শাহরুখের সহধর্মিনী গৌরি খানকে সে দায়িত্ব দিয়ে নিশ্চিন্ত হয়েছেন তিনি।
মুম্বাইয়ের ইউনিয়ন পার্কে করণের এই বিশেষ অ্যাপার্টমেন্ট। গত কয়েকবছর ধরে তৈরি হচ্ছিল এই খাসমহল। বাড়ির যাবতীয় ইন্টেরিয়র ডিজাইন করছেন গৌরি। আসবাব থেকে সাজ-সজ্জা সবটাই গৌরি একা হাতে সামলাচ্ছেন।
গত কয়েকমাস ধরে বিশ্বের এক একটা কোণা থেকে ফার্নিচার আনিয়ে এই বাড়ি সাজাচ্ছেন গৌরি। আর এই কারণেই বোধহয় গৌরি আর করণের দোস্তি একটু বেশিই বেড়ে গেছে।