প্রায় নয় বছর পর প্রকাশ পাচ্ছে জনপ্রিয় কণ্ঠশিল্পী পান্থ কানাইয়ের নতুন গানের অ্যালবাম। আটটি গানের কাজ এরই মধ্যে শেষ হয়েছে। ঈদে অ্যালবামটি শ্রোতাদের হাতে তুলে দিতে চান পান্থ কানাই। সেভাবেই কাজ এগিয়ে নিচ্ছেন তিনি। এ প্রসঙ্গে পান্থ কানাই বলেন, 'মাঝেমধ্যে নিজেকে জানার জন্য সময় নিতে হয়। আত্মশুদ্ধির জন্য তাই কিছুটা সময় নিয়েছি। তবে এ সময় গানের সঙ্গেই ছিলাম। বিভিন্ন দেশের প্রচুর গান শুনেছি। গানগুলো বোঝার চেষ্টা করেছি। আর এবারের অ্যালবামে তার প্রতিচ্ছবি রাখার চেষ্টা করেছি। তিনি আরও বলেন, 'আমি সাধারণত যে স্টাইলের গান করি, নতুন অ্যালবামেও তার ব্যতিক্রম হচ্ছে নাম।থাকবে ব্লুজের মিশ্রণও। আশা করছি, নতুন অ্যালবামের গানগুলো সবারই ভালো লাগবে।'