রণবীর-দীপিকার প্রেম তামাশাকে কাজে লাগিয়ে ছবি তৈরি করতে চলেছেন ইমতিয়াজ। ছবির নাম 'তামাশা'।
'উইন্ডো সিট' নাম নিয়েই শ্যুটিং শুরু করেছিলেন ইমতিয়াজ। তবে মাঝপথে হঠাৎই মনে হল, নামটা পরিবর্তন করে 'তামাশা’ হওয়া দরকার। কারণটা জানতে চাইলে ইমতিয়াজ জানান, 'গল্পের সঙ্গে তামাশা নামটা বেশি ভাল যায়। কারণ ছবির গল্পে যেমন রয়েছে কমেডির ছোঁয়া, তেমনি রয়েছে অফুরন্ত প্রেম। দীপিকা-রণবীরের রিয়েল লাইফ ক্রাইশিসকে মাথায় রেখেই ছবির গল্প ও নামটা ঠিক করা হয়েছে।'
সাজিদ নাদিয়াওয়্লার ব্যানারে তৈরি হচ্ছে এই ছবি। চলতি বছরের জুলাই মাসে মুম্বইয়ের শ্যুটিং ফ্লোরে শুরু হবে 'তামাশা'। ছবিতে সঙ্গীত দেবেন এ আর রহমান।