প্রকাশিত হলো ক্লোজআপ তারকা বিউটির চতুর্থ একক অ্যালবাম 'দুই চোখেতে লালন আমার'। নতুন অ্যালবাম নিয়ে একটু বেশিই আশাবাদী বিউটি। বিউটি বলেন, 'আমার প্রতিটি অ্যালবামে শ্রোতাদের কাছ থেকে যে পরিমাণ রেসপন্স পেয়েছি তাতে আমি ভীষণ কৃতজ্ঞ আমার শ্রোতাদের প্রতি।
বিভিন্ন সময়ে তাদের পরামর্শ, অনুরোধ, ভালোবাসা এবং আমার নিজের ভালোলাগা থেকে এবারের অ্যালবামটি করেছি। অ্যালবামের প্রত্যেক গীতিকবি, সুরকার লুৎফর হাসান ভাই এবং সংগীত পরিচালক শান ভাইয়ের প্রতি কৃতজ্ঞ যে, সব মিলিয়ে একটি অসাধারণ অ্যালবাম তৈরি করে দিয়েছেন। শ্রোতাদের ভালো লাগলেই আমার কষ্ট সার্থক হবে।'