সালমান খানের সঙ্গে লোকে খুব একটা ঝামেলায় জড়াতে চায় না, ভয় পায়। তবে এবার রাখি সাওয়ান্ত সালমানকে ওপেন চ্যালেঞ্জ জানালেন। উত্তর-পশ্চিম মুম্বাইয়ের লোকসভা নির্বাচনের প্রার্থী রাখি জানিয়েছেন, তিনি নাকি সালমান খানের বাড়িতে মুম্বাইয়ের বস্তিবাসীদের নিয়ে রাখবেন। আসলে রাখি একপ্রকার সালমানের ওপর ক্ষিপ্ত হয়েই এমন কথা বলেছেন। তার একটা বড় কারণ আছে বটে। ওই একই কেন্দ্রে রাখির প্রতিদ্বন্দ্বী হলেন কংগ্রেস প্রার্থী গুরুদাস কামত। আর সালমান এই গুরুদাস কামতকেই সমর্থন করছেন। এমনকি কংগ্রেসের ব্যানারেও দেখা গেছে সালমানের ছবি। সব মিলিয়ে এবার সালমানের ওপর বেশ চটেছেন রাখি।