আবারও সন্তান নিতে অস্থির হয়ে রয়েছেন তারকা গায়িকা বিয়ন্সে নয়েলস। বিয়ন্সে এবং তার সংগীত প্রযোজক স্বামী জে-জেডের ঘর আলো করে রেখেছে তাদের প্রথম সন্তান ব্লু আইভি। তার বয়স দুই বছর পেরিয়েছে সবে। আবারও দ্বিতীয় সন্তান আসার অপেক্ষায় অধীর হয়ে রয়েছেন তারা। সংবাদমাধ্যমকে এক ঘনিষ্ঠ সূত্র জানায়, এ বছরের ফেব্রুয়ারি থেকেই দ্বিতীয় সন্তান নেওয়ার সিদ্ধান্ত নেন বিয়ন্সে ও জে। আর এখন গর্ভবতীও বিয়ন্সে।
সূত্র আরও জানায়, এই ফ্যাশন সচেতন গায়িকা তার চুলের যত্ন-আত্তি ছেড়ে দিয়েছেন। নতুন খাদ্য তালিকা মেনে চলছেন এবং তার চেহারায় সবসময় হাসির ঝিলিক আর খুশির রং লেগেই রয়েছে।