রূপালি গুহ পরিচালিত 'যদি এমন হত' ছবিতে অভিনয় করতে যাচ্ছেন সুস্মিতা সেন। ছবির চিত্রনাট্য পড়ে নাকি মহাখুশি বলিউডের এই নাকি। এখানেই শেষ নয়, ছবিটি প্রযোজনার দায়িত্বও তিনি নিজের আগ্রহে নিয়েছেন। সুস্মিতা সেন ও পরিচালক রূপালির ইচ্ছা, ছবিটি বাংলার পাশাপাশি হিন্দিতেও তৈরি হবে।
নতুন খবর হল, এই ছবিতে সুস্মিতার সঙ্গে জুটি বাঁধতে চলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। প্রসেনজিৎ জানিয়েছেন, চিত্রনাট্য পড়েছি। বেশ ভাল। তবে সুস্মিতার বিপরীতে আমি আছি কিনা তা নিয়ে এখনই কিছু বলার মতো সময় হয়নি।
অন্যদিকে পরিচালক রূপালি জানিয়েছেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে চিত্রনাট্য পড়ে শোনানো হয়েছে। তিনি পছন্দ করেছেন। তবে এখনও চূড়ান্ত কথা হয়নি।