পরিচালক অপর্ণা সেন 'গয়নার বাক্স'র পর এবার হিন্দি ছবি পরিচালনা করতে যাচ্ছেন। ছবির নাম 'সারি রাত'। যা বাদল সরকারের লেখা। আর এটি হিন্দিতে অনুবাদ করেছেন প্রতিভা আগরওয়াল।
বৃষ্টির রাতে এক অচেনা মানুষের বাড়িতে এক দম্পতির আশ্রয় নেয়ার গল্পো 'সারি রাত'। ছবিতে অভিনয় করবেন অঞ্জন দত্ত, ঋত্বিক চক্রবর্তী ও কঙ্কনা সেনশর্মা। একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবকে লক্ষ্যে রেখেই তৈরি হচ্ছে এই ছবি। চলচ্চিত্রের উৎসবে তিনজন ভারতীয় পরিচালক ও দুজন পাকিস্তানি পরিচালকের ছবি দেখানো হবে।
টাবু, নাসিরুদ্দিন শাহ ও রাজেশ শর্মাকে নিয়ে 'সারি রাত' পরিচালনার পরিকল্পনা করেছিলেন অপর্ণা সেন।