বিশ্বখ্যাত প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপলের প্রয়াত সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবসের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন লিওনার্দো ডিক্যাপ্রিও। স্টিভের জীবনী নিয়ে একটি মুভি নির্মাণ করা হবে। এতে তার চরিত্রে হলিউডের জনপ্রিয় এ তারকা থাকছেন বলে জানিয়েছে হাফিংটন পোস্ট। মুভিটির নাম এখনো ঠিক করা হয়নি।
হাফিংটন পোস্ট তাদের এক প্রতিবেদনে জানায়, মুভিটির পরিচালক ড্যানি বয়েল এ সংক্রান্ত প্রস্তাব নিয়ে ৩৯ বছর বয়সী ডিক্যাপ্রিওর কাছে গিয়েছিলেন। তখন তিনি ইতিবাচক সাড়া দিয়েছেন বলে জানা যায়।
মুভিটিতে অ্যাপলের শুরুর দিকের কয়েকটি পণ্যের উপর আলোকপাত করা হবে বলে আশা করা হচ্ছে।