গোপনীয়তা ব্যাপারটা একটু বেশিই পছন্দ বলিউডের সদ্য বিবাহিত যুগল রানি মুখার্জি-আদিত্য চোপড়ার। শুধু গোপনে ইতালিতে বিয়েই নয়, নিজেদের ছবি নিয়েও গোপনীয়তা রক্ষার নানা প্রস্তুতি সেরে ফেলেছেন দু'জন।
হঠাৎ বিয়ের খবর সামনে আসতেই, সামনে এলো আদিত্য চোপড়া প্রযোজিত 'মর্দানি' ছবির চুক্তির কাগজপত্র। আর সেই চুক্তিতেই সই করে ফেলেছেন রানি! তা চুক্তিতে ছিল কি কি?
জানা গেছে, 'মদার্নি' ছবি নিয়ে বেশ উৎসাহী আদিত্য চোপড়া। আর এই ছবি সর্ম্পকে কোনও কিছুই আপাতত প্রকাশ করতে চান না আদিত্যসহ ছবির গোটা টিম। সেই কারণেই রানিকে দিয়ে সই করিয়ে ফেলেছেন আদিত্য।
চুক্তি অনুযায়ী, কোনও কারণেই, কোনও অবস্থাতেই রানি 'মর্দানি' সর্ম্পকে কোনও তথ্য প্রকাশ করতে পারবেন না। এমনকি পরিবারের কারও সঙ্গেও ছবি নিয়ে কোনও আলোচনা করতে পারবেন না তিনি।
আদিত্যর সঙ্গে বিয়ের আগেই নাকি এই চুক্তিতে সই করে ছিলেন রানি মুখার্জি। এমনকি, আদিত্য এতটাই প্রফেশনাল যে, বিয়ের পর ছুটি মঞ্জুরের ব্যাপারেও চুক্তিতে রয়েছে নানা শর্ত। তবে সেই শর্তকে আপাতত, এড়িয়ে হানিমুনে মাততে চললেও আদিত্যর চুক্তিতে অভিনেত্রী রানি কিন্তু 'মর্দানি' নিয়ে মুখে কুলুপ আঁটতে বাধ্য হয়েছেন।